সংবাদদাতা, রায়গঞ্জ : মঙ্গলবার কালিয়াগঞ্জ (Kaliaganj Police Station) থানায় ডেপুটেশনের নামে গুন্ডারাজ চালাল বিজেপি-র মদতে এক সংগঠন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল সেই অমানবিক ছবি। প্রাণে বাঁচতে এলাকার ঘর-বাড়িতে আশ্রয় নেওয়া পুলিশদের লাঠিসোঁটা দিয়ে অমানবিকভাবে আক্রমণ করল আন্দোলনে আসা বিজেপি-র (BJP) গুন্ডারা। রক্তাক্ত পুলিশ হাত জোড় করে প্রাণভিক্ষা চাইলেও জুটল চরম লাঠির আঘাত। খুলে ফেলা হল পুলিশের উর্দি। এলাকাবাসীদের (Kaliaganj) তৎপরতায় প্রাণে বাঁচলো বেশ কয়েকজন পুলিশ আধিকারিক। শুধু পুলিশ আক্রান্তই নয়, এলাকার ঘরগুলিতে ঢুকে ভাঙচুর ও লুঠতরাজ চালাল আন্দোলনকারীরা। ভেঙে ফেলা হল অনেক বাড়ির দরজা। অমানবিক এই ঘটনায় আহত ১২ জনকে ভর্তি করা হয় রায়গঞ্জ হাসপাতালে। বুধবার ৯ জনকে ছুটি দিলেও গুরুতর আহত ৩ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন।
আরও পড়ুন-যুদ্ধ-বিধ্বস্ত সুদান থেকে দিল্লি এসে পৌঁছলেন ৩৬০ ভারতীয়