মুখ্যমন্ত্রীর সফর ঘিরে বীরভূমে ম্যারাথন বৈঠকে পুলিশ-প্রশাসন

Must read

সংবাদদাতা, বোলপুর : মুখ্যমন্ত্রী সফর ঘিরে প্রশাসনিক ব্যস্ততা তুঙ্গে। বৃহস্পতিবার বোলপুরে মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, পুলিশ সুপার শ্রী আমনদীপ, মহকুমাশাসক অয়ন নাথ ও মুখ্যমন্ত্রী নিরাপত্তা-কর্মীরা ম্যারাথন বৈঠক করলেন মুখ্যমন্ত্রীর সফর নিয়ে। চন্দ্রনাথ জানান, রবিবার বিকেলে মুখ্যমন্ত্রী বীরভূমে (Birbhum) আসছেন। সেদিন রাঙাবিতানে বিশ্রাম করবেন। ২৮ তারিখ অর্থাৎ সোমবার গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে প্রশাসনিক বৈঠকে জেলার উন্নয়নমূলক কাজকর্মের খতিয়ান দেখবেন। প্রশাসনিক বৈঠক শেষে বিরাট পদযাত্রা করবেন দেশ জুড়ে বাঙালিদের উপর অত্যাচারের প্রতিবাদে। ভাষা আন্দোলনের এই পদযাত্রা শুরু হবে টুরিস্ট লজ মোড় থেকে এবং শেষ হবে জামবুনি বাস স্ট্যান্ডে। এই পদযাত্রার কথা তিনি গত একুশে জুলাই মঞ্চ থেকেই ঘোষণা করেছিলেন। দীর্ঘ আড়াই কিলোমিটার পদযাত্রা শেষে বক্তব্য পেশ করবেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার অর্থাৎ ২৯ তারিখ ইলামবাজারে প্রশাসনিক সভা। সেখান থেকে সরকারি পরিষেবা প্রদান করবেন। বীরভূম (Birbhum) জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, অজয় নদের ওপর বীরভূম-পশ্চিম বর্ধমান যাত্রাপথ সুগম করতে যে ১৩৮ কোটি টাকার সেতু নির্মাণ হয়েছে, তার উদ্বোধন করবেন। পাশাপাশি ডেউচাপাচামিতে প্রস্তাবিত কয়লাশিল্পে জমিদাতা পরিবারদের হাতে গ্রুপ ডি এবং জুনিয়র কনস্টেবল পদের নিয়োগপত্র দেবেন। কৃষকদের দেওয়া হবে চাষের সরঞ্জাম। বৃহস্পতিবার বোলপুর তৃণমূল কার্যালয়ে জরুরি ভিত্তিতে কোর কমিটির বৈঠকের ডাক দেন জেলা তৃণমূল চেয়ারপারসন আশিস বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সফরের আগে এই কোর কমিটির বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন: প্রায় ২০ দিন জলের তলায় ঘাটাল, ফের বৃষ্টি হলে দুর্ভোগের আশঙ্কা

Latest article