নির্বিঘ্নে কুরবানি ইদ পালনে কাঁকসায় পুলিশ-প্রশাসনের সভা

এলাকায় এই অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন করার বিষয়ে আলোচনা হয়। প্রশাসন যেসব নির্দেশ দিয়েছে সব মেনেই এবার অনুষ্ঠান হবে

Must read

সংবাদদাতা, কাঁকসা : কাঁকসা ব্লকে সুষ্ঠুভাবে যাতে কুরবানি উৎসব পালন হয় সে-বিষয়ে শনিবার সকালে কাঁকসা থানায় একটি সভা হয়। ছিলেন কাঁকসার আইসি পার্থ ঘোষ, পঞ্চায়েত সমিতির কর্মাধক্ষ নবকুমার সামন্ত, সমিতির সদস্য দেবদাস বক্সী, এলাকার বেশ কয়েকজন ইমাম-সহ এলাকার কিছু বিশিষ্ট ব্যক্তি।

আরও পড়ুন-ছেলের অন্নপ্রাশনে ৪০০ অতিথিকে চন্দনগাছ উপহার

দানবাবা সেবা কমিটির সদস্য পিরু খান জানান, আগামী সোমবার ইসলাম ধর্মাবলম্বী মানুষদের একটি বড় উৎসব কুরবানি ইদ। এলাকায় এই অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন করার বিষয়ে আলোচনা হয়। প্রশাসন যেসব নির্দেশ দিয়েছে সব মেনেই এবার অনুষ্ঠান হবে। তবে ওই দিন সকালে দানবাবা মাজারে বহু ইসলাম ধর্মাবলম্বী মানুষ নামাজ পড়তে আসবেন। তাঁদের যাতে কোনও সমস্যা না হয় এবং অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই বিষয়ে কাঁকসা থানার পুলিশের কড়া নজরদারি ছাড়াও প্রশাসনের সবরকম সাহায্য থাকবে। কাঁকসায় যে কোনও অনুষ্ঠানেই সকল ধর্মের মানুষ যোগ দেন, এটাই এখানকার ঐতিহ্য।

Latest article