জলপাইগুড়িতে ভিটেহারা মানুষকে ঘর গড়ে দিচ্ছে পুলিশ, খুলেছে হেল্প ডেস্ক

Must read

প্রতিবেদন : বৃষ্টি, ধস, প্লাবন— সব কিছু মিলিয়ে বহু মানুষ ভিটেহারা, বিপন্ন। তাঁদের পাশে দাঁড়াল পুলিশ (Jalpaiguri_Police) প্রশাসন। জলপাইগুড়ি জেলা পুলিশ ময়নাগুড়ি ও নাগরাকাটা থানার অন্তর্গত বন্যাকবলিত এলাকায় ত্রাণ ও পুনর্গঠনমূলক কাজে কোমরবেঁধে নেমেছে। জলপাইগুড়ি জেলা পুলিশের সদস্যরা স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষের সহযোগিতায় অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। বৃহস্পতিবার ধূপগুড়ির এসডিপিও গ্যালসেন লেপচা, ওসি ডাউকিমারি আউট পোস্টের নেতৃত্বে ধূপগুড়ি থানার কুল্লাপাড়া রিলিফ ক্যাম্প পরিদর্শন করা হয়। এসডিপিও বন্যাকবলিত (Jalpaiguri_Police) মানুষ ও শিশুদের মধ্যে মশারি, পোশাক, বিস্কুট ও পানীয় জল বিতরণ করেন। ক্ষতিগ্রস্ত এলাকাও পরিদর্শন করা হয়। সেখানে পুলিশের হেল্প ডেস্কও সক্রিয় রয়েছে। পুলিশ কর্মীরা যেসব কাজ করছেন, তার মধ্যে রয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকার পরিষ্কার করা। বাড়িঘর মেরামতের কাজে সহায়তা। কমিউনিটি কিচেনের মাধ্যমে খাবার বিতরণ। জামাকাপড়, ওষুধ, পানীয় জলের মতো প্রয়োজনীয় সামগ্রী বিতরণ। বহু ছাত্রছাত্রীর বইপত্র নষ্ট হয়ে গিয়েছে। তাই তাদের বই ও পাঠ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। জলপাইগুড়ি জেলা পুলিশ সর্বদা মানুষের পাশে থেকে নতুন দৃষ্টান্ত তৈরি করছে। পুলিশের প্রতি মানুষের আস্থাও বাড়ছে।

আরও পড়ুন-এআই পদ্ধতি ব্যবহার করে উত্তরপত্র মূল্যায়ন

Latest article