প্রতিবেদন : বিএসএফ-এর সহযোগিতায় গা-ঢাকা দেওয়ার চেষ্টা করেও শেষ রক্ষা হল না। রাজ্য পুলিশের জালে ধরা পড়ল নদিয়ায় কলেজ ছাত্রী খুনে অভিযুক্ত দেশরাজ সিংয়ের বাবা রঘুবিন্দ সিং। রাজস্থানের জয়সলমের থেকে তাকে গ্রেফতার করে কৃষ্ণনগর থানার পুলিশ। ঈশিতাকে খুন করে প্রথমে উত্তরপ্রদেশ ও পরে নেপালে পালিয়ে যেতে দেশরাজকে সবথেকে বেশি সাহায্য করেছিল তার বাবাই।
আরও পড়ুন-ওরা বাংলার নাম শুনলেই কাঁপবে
পুলিশি তদন্তে উঠে আসে এই তথ্য। নদিয়ার কৃষ্ণনগরের কলেজ পড়ুয়া ঈশিতা মল্লিকের খুনের ঘটনায় গত রবিবার অভিযুক্ত দেশরাজকে নেপাল সীমান্ত থেকে গ্রেফতার করা হয়। তার আগের দিন উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার করা হয়েছিল দেশরাজের মামাকে। মামার মোবাইল থেকে দেশরাজকে নকল পরিচয়পত্র তৈরি করে দিয়ে নেপালে পালিয়ে যেতে সাহায্য করার প্রমাণ পেয়েছিল পুলিশ। সেই সূত্রেই গ্রেফতার হয় দেশরাজ। কৃষ্ণনগরের পুলিশ সুপার অমরনাথ কে জানান, রাজস্থান থেকে দেশরাজের বাবা রঘুবিন্দকে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হচ্ছে। উল্লেখ্য, দেশরাজের বাবা রঘুবিন্দ বিএসএফ-এ কর্মরত। রাজস্থানের জয়সলমেরে বিএফএফে পোস্টিং ছিল তার। রাজ্যের পুলিশ গ্রেফতারি পরোয়ানা নিয়ে গেলেও গ্রেফতারিতে বাধা হয়ে দাঁড়িয়েছিল বিএসএফ।