শিলিগুড়ি: দক্ষিণবঙ্গের পর এবার উত্তরবঙ্গ। পাচারকাণ্ডে ফের পুলিশের জালে মহিলা গ্যাং। দিনকয়েক আগে দক্ষিণবঙ্গের পূর্বস্থালী থেকে পাঁচ ভাষায় দক্ষ পাচারকারী দলের পাণ্ডা শোভাকে গ্রেফতার করে পুলিশ। এবার শিলিগুড়ি থেকে মাদকপাচাকরকারী একটি মহিলা গ্যাংকে ধরে ফেলল পুলিশ। নাকা চেকিংয়ে ওই মহিলা গ্যাংয়ের পাশাপাশি একইদিনে পাচারের ঘটনায় ধরা পরে ৭জন পুরুষও।
প্রধাননগর থানা পুলিশ প্রায় ৮ কেজি গাঁজা সহ তিন মহিলাকে গ্রেফতার করে। ধৃত কাঞ্চন মন্ডল (৩৫), ফুল দেবী মন্ডল (৪০) ও রেণু দেবী ভগত (৪০), এই তিন জনই বিহারের ভাগলপুর জেলার বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, এরা প্রত্যেকেই অবৈধ গাঁজা কারবারের সঙ্গে যুক্ত। জেরায় ধৃতরা জানিয়েছে তারা শিলিগুড়ি থেকে গাঁজা বিহারে নিয়ে যাচ্ছিল।
আরও পড়ুন-বিজেপি মারলে কি ফুল দেব!
আন্তঃরাজ্য পাচারকাণ্ড রুখতে তৎপর পুলিশ। চলছে নাকা চেকিং। এদিনই গোপনসূত্রে খবর পেয়ে শিলিগুড়ির বিধাননগর থানা পুলিশ সাপটিগুড়ি এলাকা থেকে আরও এক পাচারীকে মোহম্মদ মামুদুল্লাকে (২৫) গ্রেফতার করে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি পিস্তল ও ২ রাউন্ড গুলি। তল্লাশি চালিয়ে খড়িবাড়ি থানার ভারত-নেপাল সিমান্তে পানিট্যাঙ্কি এলাকায় ৫০০ গ্রাম হেরোইন সহ গৌড় সিংহ নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করে পুলিশ। তাঁর কাছ থেকে ৩৮ হাজার টাকা নগদ ও একটি মোবাইল বাজেয়াপ্ত করেছে পুলিশ।
আরও পড়ুন-কেন্দ্রের বিমাতৃসুলভ আচরণে সমস্যায় বাংলা
পুলিশের নাকা চেকিংয়ে এদিন ১হাজার ৪০৪ বোতল কাফ সিরাপ ও ২০ হাজার ১৬০ পিস অবৈধ ট্যাবলেট সহ ৩ জন ধরা পরে। পাচারকারীদের ব্যবহার একটি টাটা সুমো গাড়ি বাজেয়াপ্ত করে পুলিশ। ওই সুমোর চালক সিকিমের রংগপোর বাসিন্দা নিমা দর্জি তামাংকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ। ধৃতের সূত্র ধরে দিপক পাল ও গণেশ সাহা নামে দু’জনকে এই ঘটনায় গ্রেফতার করে পুলিশ।