দশ দিনেই আদিবাসী তরুণী-হত্যার কিনারা

Must read

প্রতিবেদন : সিবিআই যখন ১০ দিনে একজনকেও গ্রেফতার করতে পারেনি আরজি-কর-কাণ্ডের তদন্তে, তখন ১০ দিনে বর্ধমানের (Bardhaman Murder Case) আদিবাসী তরুণী খুনের কিনারা করে দেখিয়ে দিল। তরুণী-খুনের তদন্তে নেমে ৯ সদস্যের স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিম শুক্রবার রাতে নিহত প্রিয়াঙ্কা হাঁসদার ঘনিষ্ঠ-বন্ধু অজয় টুডুকে (২৮) গ্রেফতার করল সিট। ধৃতকে শনিবার আদালতে পেশ করা হয়। পূর্ব বর্ধমানের পুলিশ সুপার আমনদীপ সিং জানিয়েছেন, ধৃত যুবক পশ্চিম মেদিনীপুরের ডেবরার কাকরাপুঞ্জি গ্রামের বাসিন্দা। শুক্রবার রাতে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার হাউর থেকে অভিযুক্তকে গ্রেফতার করে সিট। রাতেই তাকে বর্ধমানে আনা হয়েছে। প্রিয়াঙ্কাকে খুনের পর আততায়ী ধারালো অস্ত্র ও তরুণীর মোবাইলটি নিয়ে চম্পট দেয়। সেই মোবাইলের সূত্র ধরে ও আরও বেশ কিছু তথ্যের ভিত্তিতে আততায়ীকে চিহ্নিত করে পুলিশ। ১৪ অগাস্ট বাড়ির পিছনের মাঠ থেকে বর্ধমানের নান্দুর ঝাঁপানতলা এলাকার বাসিন্দা প্রিয়াঙ্কার রক্তাক্ত দেহ উদ্ধার হয়।

আরও পড়ুন- গর্জে উঠল কোচবিহার, তদন্তে গতি চেয়ে মহামিছিল তৃণমূলের

Latest article