সীমান্তে গ্রামের সমস্যা মেটাতে পুলিশি সহায়তা

Must read

সংবাদদাতা, মালদহ : ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম বামনগোলা থানার হাঁসপুকুর। সীমান্ত এলাকা হওয়ায় একাধিক সমস্যায় জর্জরিত চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের এই গ্রাম। সেই সমস্যা সমাধানের জন্য এগিয়ে এল পুলিশ (Police)। খোলা হল পুলিশি সহায়তা কেন্দ্র। এদিন হাঁসপুকুর গ্রামে পুলিশি সহায়তা কেন্দ্রে একটি সভার আয়োজন করা হয়। সেই সভায় স্থানীয় বাসিন্দারাও ছিলেন। এছাড়াও ছিলেন বামনগোলা থানার আইসি জয়দীপ চক্রবর্তী, এএসআই খোকা আলি, স্থানীয় প্রধান মিতা মণ্ডল প্রমুখ। উপস্থিত মানুষজন বিএসএফ জওয়ানদের বিরুদ্ধে সোচ্চার হন। সীমান্ত এলাকার মানুষদের নানাভাবে হয়রানি করেন বিএসএফ জওয়ানেরা বলে অভিযোগ। এসব তথ্য পুলিশকে (Police) জানান গ্রামবাসীরা। আইসি অভিযোগ লিপিবদ্ধ করেন। এছাড়াও এলাকার উন্নয়ন ইস্যুতে মতামত প্রদান করেন স্থানীয় বাসিন্দারাও। গ্রামবাসীদের সব অভিযোগ শোনেন আইসি। সভা শেষে পুলিশের পক্ষ থেকে সংশ্লিষ্ট দফতরের কাছে সেগুলি সমাধানের জন্য পাঠিয়ে দেওয়া হয়। স্থানীয় বাসিন্দা রবি রায় জানান, পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি। কারণ এলাকার বিভিন্ন সমস্যা এদিন তুলে ধরা হয়। সেগুলি সমাধানের জন্য পুলিশ প্রশাসন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠিয়ে দিয়েছেন। আশা করি, সমস্যার সমাধান হবে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ধরনের কর্মসূচি লাগাতার চলবে।

আরও পড়ুন: পাঁচদিনেই ধস নামল মোদির উদ্বোধন করা এক্সপ্রেসওয়েতে

Latest article