প্রতিবেদন : নজিরবিহীন। বিচার চাই বলে পথে নামা হয়েছিল। কিন্তু শনিবারের দুপুরের রাজপথ সাক্ষী রইল বাংলার বিরোধী দল বিজেপির সীমাহীন রাজনৈতিক অসভ্যতার। হতাশায় মুখ্যমন্ত্রীকে কু-কথা এবং নগরপালকে সেই ভাষা বলল গদ্দার, যে ভাষা সিপিএম নেত্রীর মুখে শোনা গিয়েছিল। বাংলার সংস্কৃতির সঙ্গে বিজেপি কেন খাপ খাওয়াতে পারে না, ছাব্বিশের ভোটের আগে ঠিকঠাক বুঝে নিয়েছেন মানুষ।
আরও পড়ুন-স্বাধীনতার গল্প শুনি
নবান্ন থেকে তিন কিলোমিটার দূরে পুলিশি ঘেরাটোপে আটকে যাওয়ার পর বিজেপি বুঝেছে খবরে থাকতে হবে। ঘটনা ঘটাতে হবে। নইলে মানুষ মনে রাখবে না। পুলিশি ব্যারিকেডে হাতে গোনা শ’পাঁচেক সমর্থক আটকে গিয়েছে। করণীয় কী? গদ্দার অধিকারী যে রাজনীতিতে বিশ্বাস করে সেই রাজনীতি চাক্ষুষ দেখলেন বাঙালি। প্রথমে দল বেঁধে পুলিশকে হামলা। মাথা ফাটল পুলিশ কর্মীর। অন্য জনের চোখ ক্ষত-বিক্ষত। অশালীন আচরণ ও কথা বলতে লোক পাঠানো হল গণমঞ্চের অনুষ্ঠানের সামনে। পথচলতি মানুষ দেখলেন এবং বুঝলেন অসভ্যতা কতরকমের হয়! যখন কিছুতেই দাগ ফেলা যাচ্ছে না, তখন বিজেপির গুন্ডা বাহিনী চৌরঙ্গি রোডের গায়ে হকার ইউনিয়নের অফিসে ঢুকে পড়ল। ভাঙচুর, তছনছ। ফালাফালা করা হল নেতা-নেত্রীর ছবি। প্রশ্ন, কেন এই আচরণ? আসলে ডাহা ফেল নবান্ন চলো অভিযান। নবান্নর তিন কিলোমিটার দূরে বসে যে বিজেপির হাতে গোনা দু’জন নেতা-নেত্রীকে ফ্লাইওভারের ছায়ায় বসে শুধু ‘বাইট’ দিয়ে যেতে হবে এটা তারা স্বপ্নেও ভাবেনি। জনবল, লোকবল, জনসমর্থন না থাকলে আন্দোলনের চেহারা ঠিক কি রকম হয় তার প্রমাণ দিয়ে গেল বিজেপির এই নবান্ন চলো অভিযান। আর একটি বিষয় বুঝিয়ে দিল বিজেপিতে গদ্দার বাহিনী এখন একা। রাজ্য সভাপতি নেই। প্রাক্তন দুই রাজ্য সভাপতিও নেই। এছাড়ও ছোট-বড় কোনও নেতাকে ডাইনে-বাঁয়ে দেখা গেল না। এমনকি বিধানসভায় যেসব বিজেপি বিধায়ক গদ্দারের পাশে ছবি তোলার জন্য চেঁচিয়ে বেড়ান, তারাও ভোকাট্টা। একা গদ্দার। পাশে ফ্যাশন ডিজাইনার। এই রাজনৈতিক একাকীত্বই বাংলায় গদ্দার এবং বিজেপির ভবিষ্যৎ।
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…
সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি…
ব্যুরো রিপোর্ট: শুনানির নামে হয়রানির প্রতিবাদে রাজ্যজুড়ে গর্জে উঠেছে তৃণমূল (ECI_TMC)। সোমবার মালদহ, কোচবিহার, রায়গঞ্জে…