প্রতিবেদন : এবার পুলিশকে (police) আরও নৃশংসভাবে হামলার পরিকল্পনা! এসএসসি অভিযানের নামে শহরে অশান্তি ছড়ানোর ছক! পুলিশ আটকাতে গেলেই সকেট ও পেট্রোল বোমা মেরে সবকিছু জ্বালিয়ে দেওয়ার চক্রান্ত! গোটা কলকাতায় আগুন জ্বালানোর ষড়যন্ত্র!
সোমবার আদালতের নির্দেশ অমান্য করে এসএসসি অভিযানের ডাক দিয়েছে চাকরি-জটে আটকে থাকা শিক্ষকদের সংগঠন। সেই ‘বেআইনি’ অভিযানে পুলিশকে (police) পাথর, পেট্রোল ও সকেট বোমা মারার নোংরা চক্রান্তের চক্রান্ত ফাঁস করল বিধাননগর পুলিশ। দুই ব্যক্তির কথোপকথনের অডিও ক্লিপিংসেই বেরিয়ে পড়ল এসএসসি ভবনে যাওয়ার নামে আসলে শহরে চূড়ান্ত অশান্তি ছড়ানোর ভয়ানক ষড়যন্ত্র চলছে। ব্যাগে করে জামা-কাপড় নয়, পাথর-বোমা নিয়ে যাওয়ার ছক কষছে আন্দোলনকারীরা। রবিবার সাংবাদিক বৈঠকে দীর্ঘ ৬ মিনিটের সেই অডিও প্রকাশ করে বিধাননগর পুলিশের তরফে ডিসি অনীশ সরকার সাফ বলেন, কলকাতা হাইকোর্টের নির্দেশমতো আন্দোলন হলে কোনও আপত্তি নেই। তবে অন্য কিছু হলে আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। ইতিমধ্যেই মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে বলে জানান পুলিশকর্তা।
হাইকোর্টের নির্দেশমতো, প্রতিবাদ করলে নির্দিষ্ট জায়গায় সভা-সমাবেশ আকারে করা যেতে পারে। কিন্তু উচ্চ আদালতের বেছে দেওয়া জায়গায় প্রতিবাদের বদলে এসএসসি অভিযানের ডাক দিয়ে পুলিশের কাছে অনুমতি চেয়ে ই-মেইল পাঠিয়েছিল শিক্ষকদের সংগঠন। কিন্তু আদালতের নির্দেশ অমান্য করে কর্মসূচি নেওয়ায় পুলিশের তরফে অনুমতি দেওয়া হয়নি। এদিন অনীশ সরকার জানান, গোপন সূত্রে আমাদের হাতে ৬ মিনিটের একটি ফোনালাপের ক্লিপ এসেছে। যেখানে পুলিশ আটকাতে এলেই পেট্রোল বোমা-সকেট বোমা মারব, পাথর মারব, সবকিছু জ্বালিয়ে দেব; এধরনের হিংসাত্মক কথাবার্তা রয়েছে। পুলিশকে লক্ষ্য করে সকেট ও পেট্রোল বোমা ছুঁড়ে দেশলাই দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়ার কথা বলতে শোনা গিয়েছে। এই অডিও ক্লিপের ভিত্তিতে একটি মামলাও রুজু করা হয়েছে। তদন্ত এগোচ্ছে। দুই ব্যক্তিকেও চিহ্নিত করা হয়েছে। সংগঠনের সকলকে অনুরোধ, কোনওরকম হিংসাত্মক চক্রান্তে পা দেবেন না।
পুলিশকে বোমা ছোঁড়ার ছক ফাঁস, অডিও ক্লিপ প্রকাশ কমিশনারেটের
