রাত পেরিয়ে ভোর হয়ে গেলেও পার্টি আর শেষ হচ্ছিল না। চলছিল জোরালো শব্দে গান আর হৈচৈ। একপ্রকার অতিষ্ট হয়েই পাশের ফ্ল্যাট থেকে পুলিশে (Police) খবর দিতেই হুলুস্থূল শুরু। হোটেলের পাশের বাড়ির এক মহিলার অভিযোগ পেয়ে পার্টি বন্ধ করতে সেখানে পৌঁছয় পুলিশ। সেই সময়ে পুলিশের ভয়ে পাইপ বেয়ে পালাতে যান পার্টিতে থাকা ২১ বছরের এক তরুণী। বারান্দায় গিয়ে পাইপ বেয়ে নীচে নামার চেষ্টা করেন তিনি। হঠাৎ হাত ফসকে হোটেলের কম্পাউন্ডের লোহার গ্রিলের উপর পড়ে যান তিনি। তরুণীর হাত, মাথা ও শরীরে গুরুতর আঘাত লেগেছে। দ্রুত তাঁকে উদ্ধার করে কুন্ডালাহাল্লির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। আপাতত তিনি ICU-তে চিকিৎসাধীন।
আরও পড়ুন-পাঁচ সন্তানের গলায় দড়ি পেঁচিয়ে খুনের চেষ্টা যুবকের! মৃত তিন কন্যা
জানা গিয়েছে, রবিবার বেঙ্গালুরুর একটি হোটেলে রাতভর পার্টি চলছিল এবং জোর মিউজ়িক বাজছিল। তুমুল শোরগোল, চিৎকার-চেঁচামেচিতে বিরক্ত হয়ে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেয়। ভোর ৫টা নাগাদ পুলিশের হেল্পলাইনে ফোন করে অভিযোগ করেন তারা। সেই অভিযোগ পেয়ে ওই হোটেলে পৌঁছন HAL পুলিশ স্টেশনের অফিসাররা। হোটেলে তখন চারটি ছেলে এবং চারটি মেয়ে রুম বুক করে জমিয়ে পার্টি করছিলেন। পুলিশ সেখানে পৌঁছে তাঁদের তিরস্কার শুরু করলে পার্টিতে থাকা এক তরুণী ভয় পেয়ে পাইপ বেয়ে নীচে নামার চেষ্টা করেন। সে সময়ে পড়ে গিয়ে ঘটে যায় মারাত্মক দুর্ঘটনা।
আরও পড়ুন-তৃণমূল কাউন্সিলর খুনে দোষী সাব্যস্ত ৩ অভিযুক্ত, ব্যারাকপুর আদালত থেকে ফের ধৃত বাপি
অন্যদিকে তরুণী ও তাঁর বন্ধুরা পুলিশের বিরুদ্ধে ভয় দেখিয়ে টাকা চাওয়ার অভিযোগ করেছেন। যদিও পুলিশের তরফে বলা হয়েছে তাদের পোশাকে ক্যামেরা লাগানো ছিল। ফুটেজে তরুণীর বন্ধুদের অভিযোগের সমর্থনে তেমন কিছুই নেই।
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…
সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি…
ব্যুরো রিপোর্ট: শুনানির নামে হয়রানির প্রতিবাদে রাজ্যজুড়ে গর্জে উঠেছে তৃণমূল (ECI_TMC)। সোমবার মালদহ, কোচবিহার, রায়গঞ্জে…