বঙ্গ

মুখ্যমন্ত্রীর FIR-এর পরই তৎপর পুলিশ, সিসিটিভি ফুটেজ-ডিভিআর সংগ্রহ

প্রতিবেদন : ইডির অনৈতিক আচরণের পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী জোড়া এফআইআর দায়ের করার পরেই শনিবার তদন্তে নেমে পড়ল শেক্সপিয়র থানার পুলিশ। সকালেই আইপ্যাক কর্তা প্রতীক জৈনের বাড়িতে যান পুলিশ আধিকারিকরা। সংগ্রহ করা হয় প্রয়োজনীয় নথি। জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয় দু’জনকে। অন্যদিকে, সুপ্রিম কোর্টে ইডি যেতে পারে এই আন্দাজ করেই রাজ্যের তরফে এই মামলা নিয়ে ক্যাভিয়েট দাখিল করা হয়েছে।

বৃহস্পতিবার আইপ্যাক কর্ণধারের লাউডন স্ট্রিটের বাড়িতে ভোরে যায় ইডি। সেখানে তৃণমূল কংগ্রেসের দলীয় বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি ছিল। ইডির বিরুদ্ধে সেই সব নথি বা তথ্য চুরির অভিযোগ দায়ের করা হয়েছে। শনিবার সকালে পুলিশ তদন্তে গিয়ে সিসিটিভির ফুটেজ ও ডিভিআর সংগ্রহ করে। আবাসনের নিরাপত্তা ও অন্য কাজে কোন কোন কর্মীরা সেই সময় ছিলেন তা জানতে ফেসিলিটি ম্যানেজারকে নোটিশ জারি করা হয়েছে। প্রতীক জৈনের পরিবারের সদস্যদের বয়ান রেকর্ড প্রক্রিয়া শুরু হয়েছে থানায় ডেকে পাঠানো হয় আবাসনের নিরাপত্তারক্ষী এবং বাড়ির গৃহ সহায়িকাকে।

আরও পড়ুন-পরিযায়ী শ্রমিকদের নিয়ে কেন নীরব কমিশন, প্রশ্ন তৃণমূলের

রাজ্যের তরফে অভিযোগ, পুলিশের ডেপুটি কমিশনার-সহ উচ্চপদস্থ আধিকারিকদের অনৈতিকভাবে ধাক্কা দিয়েছে সিআরপিএফ জওয়ানরা। এই কারণে সেই সময় পুলিশের পোশাকের সঙ্গে থাকা বডি ক্যামেরার রেকর্ডগুলিও যাচাই করা হচ্ছে। প্রয়োজনে শীর্ষ আধিকারিকদেরও জিজ্ঞাসাবাদ করা হবে। ইডির বিরুদ্ধে নথি চুরির অভিযোগ রয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে ইডির তরফে কোনও ফরেনসিক বিশেষজ্ঞ ছিলেন কি না তা জানতে ইডির আধিকারিকদেরও তলবের প্রবল সম্ভাবনা। মুখ্যমন্ত্রী অভিযোগ জানানোর পরেই গোটা বিষয়টির আইনি গুরুত্ব বেড়ে গিয়েছে। আর সেই কথা বুঝতে পেরে ইডি সুপ্রিম কোর্টে গিয়ে রক্ষাকবচ পেতে মরিয়া হয়ে উঠেছে। এই কারণেই মামলা যাতে একপেশে না হয়ে যায় তারজন্য ক্যাভিয়েট দাখিল করা হয়েছে রাজ্য প্রশাসনের পক্ষ।

Jago Bangla

Recent Posts

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

3 minutes ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

12 minutes ago

স্মৃতিদের পাঁচে পাঁচ

বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…

48 minutes ago

দিনের কবিতা

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…

56 minutes ago

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

1 hour ago

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

11 hours ago