ভােট হবে শান্তিতে বললেন নগরপাল

গোলমাল রুখতে ৭৮টি ক্যুইক রেসপন্স টিম (কিউআরটি) কাজ করবে বলে আশ্বস্ত করা হয়েছে।

Must read

প্রতিবেদন : পুরভোট নিয়ে সকলকেই আশ্বস্ত করলেন কলকাতার নগরপাল সৌমেন মিত্র। শনিবার তিনি জানিয়েছেন, কলকাতা পুরভোট নিয়ে চিন্তার কোনও কারণ নেই। নির্বিঘ্নেই ভোট হবে, সকলেই ঠিক ভোট দিতে পারবেন। কলকাতা পুলিশ একটি পেশাদারি সংস্থা। প্রচুর ভোট করানোর অভিজ্ঞতা রয়েছে।

আরও পড়ুন-শিলিগুড়িতে ইভটিজার রুখবে বাঘিনি

কীভাবে শান্তিপূর্ণ ভোট করাতে হয় আমরা জানি। কলকাতা পুলিশের পাশাপাশি থাকছে রাজ্য পুলিশও। ভোটে পর্যাপ্ত নিরাপত্তা দিতেই কলকাতা ও রাজ্য পুলিশ যৌথভাবে কাজ করবে। পুরভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়ে বারবার রাজ্য নির্বাচন কমিশনকে সুপারিশ করেছেন রাজ্যপাল বিজেপির সুরে সুর মিলিয়ে। যদিও রাজ্য নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে, রাজ্য ও কলকাতা পুলিশই ভোট নিরাপত্তায় যথেষ্ট পারদর্শী। কলকাতা পুরসভার ভোটে মোট ২৩ হাজার পুলিশ মোতায়েন থাকবে।

আরও পড়ুন-বিএসএফ-এক্তিয়ার সমালোচনায় উদয়ন

১৪৪টি ওয়ার্ডের ৪ হাজার ৭৪২টি বুথের মধ্যে ২৫ শতাংশ বুথে সিসিটিভি বসানো হচ্ছে। তবে বুথে ওয়েবকাস্টিং হবে কি না, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি কমিশন। ভোট গণনার দিন আলাদা বাহিনী থাকবে। তাছাড়া প্রতিটি প্রার্থী যাতে নির্বিঘ্নে প্রচার করতে পারেন, তার জন্যও বিশেষ বাহিনী মোতায়েন করা হচ্ছে।

কমিশনের তরফে জানানো হয়েছে, প্রতি বুথে দু’জন সশস্ত্র পুলিশ কর্মী মোতায়েনের কথা। গোলমাল রুখতে ৭৮টি ক্যুইক রেসপন্স টিম (কিউআরটি) কাজ করবে বলে আশ্বস্ত করা হয়েছে। সেই সঙ্গে ৭২টি আরটি মোবাইল ও ৩৫টি রেডিও ফ্লাইং স্কোয়াড (আরএফএস) রাখার সিদ্ধান্ত হয়েছে।

Latest article