পার্ক স্ট্রিটে নস্টালজিক নগরপাল

Must read

প্রতিবেদন : ‘ক্রিসমাস সেলিব্রেশন উইথ কলকাতা পুলিশ (Kolkata Police)।’ ঝলমলে আলো, উষা উত্থুপের গান, বেহালার সুর আর পুরনো দিনের স্মৃতিচারণায় ভরপুর এ এক অন্য সন্ধ্যা। সোমবার অ্যালেন পার্কে (Allen Park) এইভাবেই ক্রিসমাস উৎসব (Christmas Festival) পালন করল কলকাতা পুলিশ (Kolkata Police)। পুরনো স্মৃতির কথা বলতে গিয়ে আবেগে ভাসলেন নগরপাল সৌমেন মিত্র (Police Commissioner Soumen Mitra)।

আরও পড়ুন-আগামী বছর ক্রিসমাস কার্নিভালে যোগ হবে বো বারাকও: ঘোষণা মুখ্যমন্ত্রীর

তিনি (Police Commissioner Soumen Mitra) বলেন, ‘‘আমার লেখাপড়া বেশিরভাগটাই এই পার্ক স্ট্রিট এলাকায়। সেন্ট জেভিয়ার্স কলেজে পড়েছি। অনেকটা আবেগ জড়িয়ে রয়েছে এই এলাকায়। ছোটবেলা থেকেই দেখছি এখানকার ক্রিসমাসের অনুষ্ঠান। আগে এই অনুষ্ঠানে দেখা মিলত অনেক বিদেশির। এখন আর তাঁদের দেখা মেলে না। সময়ের নিরিখে তাঁরা বেশিরভাগই এখানে আর নেই। ওই দিনগুলো খুব মিস করি। আজ আবার যেন সেই পুরনো দিনে ফিরে গেলাম।’’ মৃদু আলোয় বেহালার সুরে এদিন মুগ্ধ হয়ে যান শ্রোতারা। ভায়োলিন ব্রাদার্স দেবশঙ্কর এবং জ্যোতিশঙ্কর রায়ের উপস্থাপনা ফিরিয়ে আনে পুরনো পার্ক স্ট্রিটকে। শিশিরভেজা সন্ধ্যায় এমন মায়াবি সুর মাথা দুলিয়ে উপভোগ করেন শ্রোতারা।

allen park

 

Latest article