গাড়িচালকদের নিখরচায় চক্ষুপরীক্ষা পুলিশের

সোনামুখী ট্রাফিক গার্ডের পক্ষ থেকে অনুষ্ঠিত হল বিনামূল্যে চক্ষুপরীক্ষা শিবির। রাতদিন এক করে সারা বছর সাধারণ মানুষদের নিরাপত্তা সুনিশ্চিত করছেন পুলিশকর্মীরা

Must read

সংবাদদাতা, বাঁকুড়া : সোনামুখী ট্রাফিক গার্ডের পক্ষ থেকে অনুষ্ঠিত হল বিনামূল্যে চক্ষুপরীক্ষা শিবির। রাতদিন এক করে সারা বছর সাধারণ মানুষদের নিরাপত্তা সুনিশ্চিত করছেন পুলিশকর্মীরা। পুলিশ যে শুধুমাত্র সরকারি খাতায় লিপিবদ্ধ কাজকর্মের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। সারা বছরই তাদের দেখা যায় বিভিন্ন সামাজিক কাজে যুক্ত থাকতে। বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে এবং সোনামুখী ট্রাফিক গার্ডের ব্যবস্থাপনায় সোনামুখীর গনগনি ডাঙায় নাকা পোস্টে অনুষ্ঠিত হল বিনামূল্যে চক্ষুপরীক্ষা শিবির।

আরও পড়ুন-পুরুলিয়ায় শুরু খাদ্য দফতরের সরকারি মূল্যে ধান কেনা, ১১০ ক্রয়কেন্দ্র কিনবে ৩ লক্ষ টন

বিশেষ করে গাড়িচালক এবং সহকারী গাড়িচালকদের কথা মাথায় রেখে এই শিবিরের আয়োজন করা হয়। ৬০ জনের বেশি বিনামূল্যে চক্ষুপরীক্ষা করিয়েছেন বলে জানা যায়। সোনামুখী ট্রাফিক গার্ডের ওসি অজয় দাস জানান, অনেক সময় চোখের সমস্যার জন্য গাড়িচালকেরা সিগন্যাল বুঝতে পারেন না। ফলে তাঁদের সমস্যায় পড়তে হয়। তাঁদের কথা চিন্তা করেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আগামী দিনে এই মানুষগুলোর জন্য বিনামূল্যে চশমার ব্যবস্থা করা হবে।

Latest article