ডিউটি থেকে ফেরার পথে নিখোঁজ পুলিশ কনস্টেবল

Must read

সংবাদদাতা, ডেবরা : তিনদিন নিখোঁজ এক কনস্টেবল। যা নিয়ে রীতিমতো চাঞ্চল্য দেখা গিয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৪ নং খানামোহান গ্রামপঞ্চায়েত এলাকায় শানকচুয়া এলাকায় বাড়ি কনস্টেবল (Police constable) মিহির সামন্তের। কাজের সূত্রে সস্ত্রীক থাকতেন মেদিনীপুরে। ১৯৬ ব্যাচের কনস্টেবল। ডিআইবি পশ্চিম মেদিনীপুর পোস্টিং। ডেবরায় প্রতিদিন ডিউটি থাকত। মেদিনীপুর থেকে ডেবরায় কাজে যোগ দিয়ে আবার ফিরে যেতেন। কোনও কোনও দিন গ্রামের বাড়িতেও থেকে যেতেন। তিনদিন হল সেই কনস্টেবল (Police constable) নিখোঁজ। পরিবার সূত্রে খবর, কারও সঙ্গে কোনও ঝামেলা বা ঝগড়া কিছুই হয়নি। দুদিন আগে মেদিনীপুর থেকে ডেবরা আসার পথে নিঁখোজ হন। তারপর পরিবারের পক্ষ থেকে ডেবরা থানায় নিখোঁজের অভিযোগও দায়ের হয়। ডিআইবির ডিউটি মানে অনেক গোপন ও গুরুত্বপূর্ণ খবর তাঁর কাছে থাকত। সেই সুবাদে কোনও শত্রুতা না অন্য কিছু কারণ তা এখনও পুলিশের কাছে পরিষ্কার নয়৷ তবে বন্ধুদের কাছ থেকে পাওয়া তথ্যে জানা যাচ্ছে, অনলাইন গেম খেলার একটা প্রবণতা সমসময় ছিল মিহিরের। যত দিন গড়াচ্ছে চিন্তিত হয়ে পড়ছে পরিবার। মিহিরের খোঁজ চালাচ্ছে ডেবরা থানার পুলিশ।

আরও পড়ুন-বাংলাদেশে ডামাডোল: রাজনৈতিক উদ্দেশ্যেই কি ফের পুরনো মামলা খুঁচিয়ে তোলা হচ্ছে?

Latest article