প্রতিবেদন : দু’দিন আগে বিজেপি শাসিত মধ্যপ্রদেশের সিধির কোতোয়ালি থানায় আটজনকে অর্ধনগ্ন করে হেনস্তা করেছিল পুলিশ। যার মধ্যে সাংবাদিকরাও ছিলেন। সেই ঘটনার রেশ মিলিয়ে যাওয়ার আগেই এবার পুলিশের হাতে নিগৃহীত হলেন আর এক সাংবাদিক। এবার বিজেডি শাসিত রাজ্য ওড়িশায়। নীলগিরি থানার দুর্নীতি ফাঁস করার অভিযোগে ওই সাংবাদিককে শিকল বেঁধে হাসপাতালে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। পুলিশের অত্যাচারে ওই সাংবাদিক অসুস্থ হয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি। চাঞ্চল্যকর এই ঘটনা জানাজানি হতেই প্রশাসনের ভূমিকায় নিন্দা সর্বস্তরে। সমালোচনার চাপে এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্য পুলিশের ডিজি।
আরও পড়ুন-বিরাট দাপটে হার রোহিতের
জানা গিয়েছে, ওই সাংবাদিকের নাম লোকনাথ দালেই। তিনি ওড়িশার বালাসোর শহরের বাসিন্দা। কিছুদিন আগে বালাসোর জেলার নীলগিরি থানার একটি দুর্নীতি তিনি প্রকাশ্যে এনেছিলেন। তারপরই লোকনাথের উপর নেমে আসে বেনজির শাস্তির খাঁড়া। ওই সাংবাদিক জানিয়েছেন, বুধবার সকালে তাঁকে হঠাৎই জরুরি তলব করে নীলগিরি থানা। তাঁর বিরুদ্ধে এক হোমগার্ডের সঙ্গে অশালীন ভাষায় কথাবার্তা বলার অভিযোগ আনা হয়। নিরঞ্জনা রানা নামে এক হোমগার্ড তাঁর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন। থানায় যোগাযোগ করার পর তাঁকে বেধড়ক মারধর করা হয়। পুলিশের মারে অসুস্থ হয়ে পড়েন লোকনাথ। তখন তাঁকে হাতকড়া পরিয়ে পায়ে শিকল বেঁধে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
আরও পড়ুন-হারিয়ে যাওয়া কৃষ্টি-সংস্কৃতি-লোকাচারের মাধ্যমে বিশ্ব-বাঙালিকে বাঁধবে পান্থপাদপ
এমনকী, হাসপাতালে চিকিৎসা চলাকালীন তাঁর পা বেডের সঙ্গে শিকল দিয়ে বাঁধা ছিল। সেই ছবি ইতিমধ্যেই সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হয়েছে। লোকনাথের উপর অত্যাচারের এই ঘটনা সামনে আসতেই ওড়িশার সাংবাদিকরা তীব্র প্রতিবাদ জানিয়েছেন। বিষয়টি জেনে কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানও পুলিশের ভূমিকার নিন্দা করেছেন। বলেছেন, দোষী পুলিশের শাস্তি পাওয়া উচিত। তবে সাংবাদিক হেনস্তার ঘটনায় নিরুত্তর রাজ্যের শাসক দল বিজেডি।
‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…
মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…