দুর্ঘটনা এড়াতে মা উড়ালপুলে মোতায়েন পুলিশ 

Must read

দুর্ঘটনা রুখতে এবার মা উড়ালপুলে করা হল পুলিশ মোতায়েন (Maa flyover- Police)। লালবাজার সূত্রে খবর, সিসিটিভিতে লাগাতার নজরদারি করেও লাভের লাভ কিছুই হচ্ছে না। সেকারণেই ১০ পুলিশ কর্মীকে মা ফ্লাইওভারে মোতায়েন করা হল। মূলত, যানজটের হাত থেকে রেহাই পেতে তৈরি করা হয়েছিল এই উড়ালপুল। নজরদারির জন্য সিসিটিভি আছে ঠিকই। কিন্তু এতবড় ফ্ল্যাইওভারের অনেক জায়গাই সিসি ক্যামেরার আওতার বাইরে। আর সেকারণেই কোথাও কোনও অঘটন ঘটলে পুলিশের (Maa flyover- Police) অনেকটা সময় লেগে যায়। নীচ থেকে উড়ালপুলে পৌঁছতে অনেকটাই সময় নষ্ট হয়। তাই সেই সমস্যা মেটাতে বিশেষ ব্যবস্থা নিল লালবাজার। মা উড়ালপুরে ১০ জন পুলিশ কর্মীকে মোতায়েন করা হয়েছে। যার জন্য তৈরি করা হয়েছে ৬টি কিয়স্ক। সেখান থেকে ট্রাফিক পুলিশ কর্মীরা দিনের ব্যস্ততম সময়ে যানবাহনের উপরে কড়া নজরদারি চালাবেন। মনিটারিং ঠিকমতো হচ্ছে কি না তা দেখার জন্যই এমন পদক্ষেপ। তবে পুলিশ মোতায়েনের ফলে অনেকটাই স্বাভাবিক হবে যান চলাচল। পাশাপাশি এড়ানো যাবে দুর্ঘটনাও।

আরও পড়ুন- এবার পঞ্চায়েত কর্মীরা স্বাস্থ্যবিমার আওতায়, মন্ত্রিসভার বৈঠকে নেওয়া হল একাধিক সিদ্ধান্ত

Latest article