যুবভারতীতে মেসির অনুষ্ঠানে ভাঙচুর! গ্রেফতার ২, আয়োজক দলের ৬ সদস্যকে জিজ্ঞাসাবাদ

Must read

শনিবার লিওনেল মেসির ক্ষীণ দর্শন থেকেও বঞ্চিত হয়েছে যুবভারতীর গ্যালারি (vandalising_yuba bharati Krirangan)। জলের বোতল ছোড়া, ব্যানার ছেঁড়া, চেয়ার ভাঙা, ব্যারিকেড ভেঙে মাঠে ঢুকে গোলপোস্টের জাল কাটা সমস্ত কর্মকাণ্ড করেছে উন্মত্ত জনতা। সেই দিনই বিমানবন্দর থেকে পুলিশ গ্রেফতার করেছিল মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে। এবার ভাঙচুরের ঘটনায় বিধাননগর দক্ষিণ থানার পুলিশ গ্রেফতার করল দু’জনকে।

ধৃতরা হলেন শুভ্রপ্রতিম দে ও গৌরব বসু। যুবভারতী ক্রীড়াঙ্গনে (vandalising_yuba bharati Krirangan) ভাঙচুরের অভিযোগে এই প্রথম গ্রেফতারি। সোমবার ধৃতদের বিধাননগর মহকুমা আদালতে তুলে নিজেদের হেফাজতে নেওয়ার আর্জি জানাবে পুলিশ। এছাড়াও যুবভারতীতে মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলার ঘটনায় আয়োজক দলের ৬ সদস্যকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। শনিবার যুবভারতীতে শতদ্রু ছাড়াও যে বিভিন্ন সংস্থা দায়িত্বে ছিল তাদের প্রতিনিধিদেরও ডেকে পাঠিয়েছে পুলিশ।

আরও পড়ুন-শীতকালীন অধিবেশনে সংসদে সার্কাস

চারপাশে গড়াগড়ি খাচ্ছে ভাঙা চেয়ার, ছেঁড়া ব্যানার-হোর্ডিং। সবুজ ঘাসে ছড়ানো ছিটানো চিলি চিকেন, পপকর্ন, প্যাকেট প্যাকেট অবিক্রিত জলের বোতল, ঠান্ডা পানীয়! সল্টলেকে যুবভারতী স্টেডিয়ামের সর্বত্র এই ধংসস্তূপের ছবি। স্টেডিয়ামে ভাঙচুর, অগ্নি-সংযোগে কারা যুক্ত, সিসি ক্যামেরার ফুটেজ দেখে তাদেরও চিহ্নিত করছে পুলিশ। একাধিক ভিডিওতে দেখা গিয়েছে, রড দিয়ে ভাঙা হচ্ছে স্টেডিয়ামের গেট, ভাঙচুর করে ছোড়া হচ্ছে চেয়ার। সোফা সেট তুলে এনে জ্বালানো হচ্ছে। সরকারি সম্পত্তি ভাঙচুরকারীদের চিহ্নিত করা হচ্ছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হবে। পূর্তদফতর ক্ষয়-ক্ষতির হিসেব কষছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ক্ষতির পরিমাণ প্রায় তিন কোটি টাকা।

Latest article