প্রতিবেদন :অপ্রীতিকর ঘটনা এড়াতে ২৪ ডিসেম্বর বিকেল ৪টা থেকে ২৫ ডিসেম্বর ভোর ৫টা পর্যন্ত ময়দান ও পার্ক স্ট্রিট সংলগ্ন এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। একই সঙ্গে ওই সমস্ত এলাকায় বন্ধ থাকবে পণ্যবাহী যান চলাচল। কলকাতা ট্রাফিক পুলিশের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ থাকবে ওই রাস্তাগুলিতে।
আরও পড়ুন-ক্ষতিগ্রস্তদের পাশে রাজ্য মিলবে পরিবারপিছু ১৫ হাজার টাকা
রফি আহমেদ কিদওয়াই রোড, রয়েড স্ট্রিট, কিড স্ট্রিট, পার্ক স্ট্রিট, রাসেল স্ট্রিট, ইলিয়ট রোডে থাকবে নো পার্কিং জোন। ওই দু’দিন এই এলাকায় কোনওরকম পার্কিং করা যাবে না। কলকাতা ট্রাফিক পুলিশের তরফে জানানো হয়েছে, যখন যেমন প্রয়োজন হবে সেভাবে সিদ্ধান্ত নেওয়া হবে এবং রাস্তাঘাটে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। চৌরঙ্গী রোড বাদ দিয়ে পার্ক স্ট্রিট, শেক্সপিয়র সরণি এবং তার আশপাশের রাস্তায় রাত দুটো পর্যন্ত যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। ক্যুইন্সওয়ে-তে পূর্ব থেকে পশ্চিমে প্রয়োজনমতো নিয়ন্ত্রণ করা হবে। ক্যাথিড্রাল রোডেও প্রয়োজনমতো যান নিয়ন্ত্রণ হবে ২৪ তারিখ। উত্তর ও দক্ষিণমুখী গাড়ি জে এল নেহরু রোড ধরে হো চি মিন সরণি ক্রসিং থেকে এ জে সি বোস রোড ক্রসিংয়ের দিকে চলবে। ২৫ ডিসেম্বর একই ভাবে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই নিয়ম জারি থাকবে। জে এল নেহরু রোড থেকে উড স্ট্রিট ক্রসিং, পার্ক স্ট্রিট এবং মিডলটন স্ট্রিট বন্ধ রাখা হবে। হো চি মিন সরণিতে শুধু মাত্র পূর্বমুখী গাড়ি চলবে। রয়েড স্ট্রিট থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত গাড়ি চলবে।
আরও পড়ুন-২৭ ডিসেম্বর গঙ্গাসাগর মেলা নিয়ে নবান্নে প্রস্তুতি বৈঠক
এদিকে, রফি আহমেদ কিদওয়াই রোডে পার্ক স্ট্রিট পর্যন্ত গাড়ি চলবে। সম্পূর্ণ রাসেল স্ট্রিট নো এন্ট্রি থাকবে। শেক্সপিয়র সরণি ক্রসিং এবং লিটল রাসেল স্ট্রিটের মধ্যে কোনও গাড়ি সেদিন চলবে না। এ জে সি বোস রোড এবং চৌরঙ্গী রোড ক্রসিং উত্তর অভিমুখে, এ জে সি বোস রোড ও হরিশ মুখার্জি রোড এবং ক্যাথিড্রাল রোড ক্রসিং উত্তর অভিমুখে, এ জে সি বোস রোড ও হসপিটাল রোড ক্রসিং, স্ট্র্যান্ড রোড ও গোষ্ঠ পাল সরণি ক্রসিং পূর্ব অভিমুখে, স্ট্র্যান্ড রোড ও অকল্যান্ড রোড ক্রসিং পূর্ব অভিমুখে, রেড রোড ও মেয়ো রোড এবং ডাফরিন রোড, ক্যাথিড্রাল রোড ও ক্যুইন্সওয়ে, চৌরঙ্গী ও শেক্সপিয়র সরণি-র মতো রাস্তাগুলোতে কোনও পণ্যবাহী গাড়ি চলবে না। পরিবর্তে সেন্ট জাজেস রোড ও স্ট্র্যান্ড রোড ব্যবহার করা যাবে।