যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনায় ১২ জনের বিরুদ্ধে পকসো ধারা যোগ করল পুলিশ (Jadavpur Case- POCSO)। এই ঘটনায় আগেই অভিযুক্তদের বিরুদ্ধে খুন এবং র্যাগিংয়ের মামলা দায়ের করেছিল কলকাতা পুলিশ। ১১ সেপ্টেম্বর পর্যন্ত ধৃতেরা জেল হেফাজতে থাকবেন বলেই নির্দেশ দিয়েছে আদালত।
যাদবপুরে মৃত পড়ুয়াকে গেঞ্জি খুলে যৌন হেনস্থা করার প্রমাণ মিলেছে বলেই খবর। এরপরেই এই পকসো আইনের ধারায় মামলার দায়ের করা হয়। উল্লেখ্য, গত ৯ অগাস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলের তিনতলার বারান্দা থেকে পড়ে গিয়েছিলেন প্রথম বর্ষের ছাত্র। ওই ছাত্র নাবালক ছিল বলেই জানা গিয়েছে। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। বিশ্ববিদ্যালয়ের হস্টেলের নীচে বিবস্ত্র অবস্থায় পড়েছিল ওই ছাত্র। পরে পুলিশ তদন্তে নেমে জানতে পারে, হস্টেলের একটি ঘরে তাঁকে বিবস্ত্র করানো হয়েছিল। ছাত্রমৃত্যুর ঘটনার (Jadavpur Case- POCSO) কিনারা করতে তৎপর পুলিশ। যাদবপুরে ছাত্রের মৃত্যুর ঘটনায় এখন পর্যন্ত ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁরা সকলেই সেই রাতে হস্টেলে ছিলেন বলে খবর। অনেকে আবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করেও হস্টেলে থেকেও গিয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন- জি-২০ সম্মেলন: শনিবার জরুরি প্রয়োজন ছাড়া বন্ধ দিল্লির এয়ারস্পেস, মুখ্যমন্ত্রীরা যাচ্ছেন আজই