ভাঙড়ে আক্রান্ত পুলিশ

Must read

সংবাদদাতা, ভাঙড় : জুয়ার আসর ভাঙতে গিয়ে ভাঙড়ে আক্রান্ত পুলিশ (Police)। ঘটনার পর আহত পুলিশ ও সিভিক ভলান্টিয়ারদের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তাঁরা সবাই আপাতত সুস্থ বলেই জানা গিয়েছে। তবে ঘটনার পর ওই এলাকায় বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। পুলিশ (Police) সূত্রে জানা গিয়েছে, ভাঙড় থানার সাকসার এলাকার একটি মেলা চলছিল। এদিন খবর আসে ওই মেলায় জুয়ার আসর বসানো হয়েছিল। আর সেই খবর পেয়ে অভিযানে নামে ভাঙড় থানার পুলিশ আধিকারিকরা। কিন্তু রেড করতে গিয়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন বেশ কয়েকজন পুলিশকর্মী। পুলিশ ও সিভিক ভল্যান্টিয়ারদের মারধর করা হয়েছে বলেই অভিযোগ উঠেছে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার পর জখম পুলিশ ও সিভিক ভলান্টিয়ারকে চিকিৎসার জন্য নলমুড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এই ঘটনার পর মেলায় ব্যাপক পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন- কেউ টাকা চাইলে ফোন করুন আমাকে:মুখ্যমন্ত্রী

Latest article