ভুয়ো শংসাপত্র দিয়ে চাকরি পুলিশে! তদন্তের নির্দেশ

Must read

ভুয়ো এসটি (তপসিলি উপজাতি) শংসাপত্র দিয়ে কলকাতা পুলিশে (Kolkata Police) কাজ। কর্মরত প্রায় ১০০ জন কনস্টেবলের চাকরির অভিযোগ। এই অভিযোগ পেয়েই এনকোয়ারি বা অনুসন্ধানের নির্দেশ দিয়েছে রাজ্যের অনগ্রসর শ্রেণীর কল্যাণ বিভাগ।

আরও পড়ুন- দিল্লির পর এবার ভূমিকম্প অসমে

জানা গিয়েছে, ২০১২ সালে কলকাতা পুলিশের (Kolkata Police) কনস্টেবল পদে যে নিয়োগ হয়েছিল, সেখানেই এই ১০০ জন এসটি হিসেবে চাকরি পেয়েছিলেন। পশ্চিমবঙ্গ আদিবাসী কল‍্যাণ সমিতির পক্ষে থেকে এই অভিযোগ আনা হয়েছে। একইসঙ্গে অভিযোগ জানানো হয়েছে রাজ‍্য সরকারের ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এবং কলকাতা পুলিশের জয়েন্ট সিপি হেডকোয়ার্টারের কাছেও।

Latest article