পুলিশ বাহিনীর শহিদ দিবসে শ্রদ্ধাজ্ঞাপন রেড রোডে

বিক্ষোভ প্রতিবাদ হোক বা সাধারণ আইন শৃঙ্খলা রক্ষা, সীমান্তে সেনাবাহিনীর মতো প্রতিটি শহর গ্রামে নাগরিক নিরাপত্তায় সর্বদা সজাগ রাজ্য পুলিশ

Must read

বিক্ষোভ প্রতিবাদ হোক বা সাধারণ আইন শৃঙ্খলা রক্ষা, সীমান্তে সেনাবাহিনীর মতো প্রতিটি শহর গ্রামে নাগরিক নিরাপত্তায় সর্বদা সজাগ রাজ্য পুলিশ (Police) বাহিনী। আইন শৃঙ্খলা রক্ষায় আহত বা নিহত হওয়ার ঘটনাও কম নেই। উৎসবমুখর বাঙালি যখন শান্তিতে আনন্দ উপভোগ করেন, তখন তাঁরা থাকেন অতন্দ্র প্রহরীর মতো। পুলিশ বাহিনীর শহিদ শ্রদ্ধাজ্ঞাপনের দিনে রেড রোডে স্মরণ করা হল সেই শহিদ পুলিশ কর্মীদের। উপস্থিত থাকলেন কলকাতা পুলিশের পুলিশ কমিশনার মনোজ ভার্মা।

আরও পড়ুন-”ভারতের অন্যান্য বড় শহরের তুলনায় কলকাতায় দূষণ কম” সাফ জানালেন নগরপাল

পুলিশ শহিদ শ্রদ্ধাজ্ঞাপন দিনটি রেড রোডে অবস্থিত পুলিশ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর মধ্যে দিয়ে গাম্ভীর্যপূর্ণ পরিবেশে পালিত হল। কর্তব্যপালনের পথে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করা বীর পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানানো হয় এই দিনে। পুলিশ কমিশনার মনোজ ভার্মার পাশাপাশি শীর্ষ পুলিশ আধিকারিকরা শ্রদ্ধাজ্ঞাপন করেন স্মৃতিস্তম্ভে। সেই সঙ্গে তুলে ধরা হয় শহিদ পুলিশ কর্মীদের বীরত্বের কাহিনী।

আরও পড়ুন-শীতের আমেজে মহানন্দা ব্যারেজে পরিযায়ীর দল

বাংলার পাশাপাশি দেশের সব রাজ্যের পুলিশ বাহিনীতে শহিদ পুলিশ কর্মীদের নাম উল্লেখ করে শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা জানানো হয় প্রয়াত এনডিআরএফ কর্মীদের প্রতিও। কলকাতা পুলিশ কমিশনারের পাশাপাশি পুলিশ বাহিনীর অভিবাদন গ্রহণ করেন রাজ্যের শীর্ষ পুলিশ আধিকারিকরা। পরিবেশন করা হয় পুলিশ ব্যান্ডের বিশেষ বাদ্য। নীরবতা পালনের মধ্যে দিয়ে শেষ হয় শ্রদ্ধাজ্ঞাপন।

Latest article