জাতীয়

মাওবাদীদের আইইডি বিস্ফোরণে ছত্তীসগড়ে প্রাণ গেল পুলিশ আধিকারিকের

ছত্তীসগড়ে (Chhattisgarh) বেশ কয়েক সপ্তাহ ধরে মাওবাদী বিরোধী অভিযান চলছে। বেশ কয়েকজন শীর্ষ মাওবাদী নেতা নিহত হয়েছে এই কয়েকদিনের মধ্যেই। গত তিনদিনে ৭ মাওবাদীর মৃত্যু হয়েছে। তবে এবার অভিযান চলাকালীন আইইডি বিস্ফোরণের ফলে মৃত্যু হল এক পুলিশ কর্তার।

আরও পড়ুন-সুপারি কিলার দিয়ে স্বামীকে খুন! মেঘালয় হানিমুনকাণ্ডে গ্রেফতার সোনম

সুকমায় মাওবাদীদের পাতা আইইডি বিস্ফোরণে প্রাণ হারালেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার আকাশ রাও গিরিপুঞ্জে। সোমবার সকালে রাজ্যের দোন্দরার কাছে কোন্টা-এরাবোরে রোডে ভয়াবহ এই বিস্ফোরণে কোন্টার এসডিপিও এবং স্টেশন হাউস অফিসার ছাড়াও একাধিক জওয়ান আহত হয়েছেন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃত অফিসারকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁকে মৃত বলে জানা যায়। পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স, ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড ও কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী সিআরপিএফ-এর বিশেষ ইউনিট কোবরা বাহিনীর সদস্যদের যৌথ অভিযানে গত কয়েকদিনে বেশ কিছু শীর্ষস্থানীয় মাওবাদী নেতার মৃত্যু হয়েছে। এই ঘটনার প্রতিবাদে আগামী ১০ জুন বনধ ডেকেছে মাওবাদী সংগঠন। যেকোনরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে ও সেই বনধ অসফল করতে এলাকায় টহল দিচ্ছিল পুলিশ এবং সেনার যৌথ দল। জানা গিয়েছে, টহল দেওয়ার সময় হঠাৎ আইইডি বিস্ফোরণ ঘটে।

আরও পড়ুন-মর্মান্তিক! ভিড়ে ঠাসা চলন্ত লোকাল ট্রেন থেকে পড়ে মৃত ৫

এই ঘটনার পর এলাকায় নিরাপত্তা আরও বৃদ্ধি করা হয়েছে। এলাকার জঙ্গলে একাধিক মাওবাদী নেতা লুকিয়ে নাশকতার চেষ্টা করবে বলেই মনে হচ্ছে তাই জোরকদমে চলছে তল্লাশি অভিযান। প্রসঙ্গত, গত ২১ মে, রাজ্যের নারায়ণপুরে সিপিআই (মাওবাদী)-এর সাধারণ সম্পাদক নাম্বালা কেশব রাও ওরফে বাসবরাজু-কে (৭০) খতম করে নিরাপত্তাবাহিনী। এরপর নিহত হন আরেক শীর্ষ মাওবাদী নেতা নারসিমা চালাম ওরফে সুধাকর। তারপর মৃত্যু হয়েছে ভাস্কর ওরফে মৈলারাপু আদেলুর।

 

Jago Bangla

Recent Posts

স্মৃতিদের পাঁচে পাঁচ

বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…

20 minutes ago

দিনের কবিতা

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…

28 minutes ago

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

53 minutes ago

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

10 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

10 hours ago

ট্রাম্পের শুল্কতোপের মুখেও অনড় ইউরোপের ঐক্য, পাল্টা পরিকল্পনা

ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…

11 hours ago