বারুইপুর, দক্ষিণ ২৪ পরগনা : নির্বিঘ্নে ও নিরাপদে কাটল এবারের পুজো। এরজন্য অবশ্যই সাফল্যের দাবিদার দক্ষিণ ২৪ পরগনা জেলা পুলিশ। এ-বছর জেলায় প্রায় দু’হাজার একশোর কাছাকাছি পুজো হয়েছিল। ছিল লক্ষ লক্ষ মানুষের ভিড়। সেই ভিড়কে দক্ষ হাতে সামাল দিল দক্ষিণ ২৪ পরগনা জেলা পুলিশ। জেলার কোনও জায়গা থেকে কোনও অপ্রীতিকর ঘটনার খবর নেই।
আরও পড়ুন-প্রবল বৃষ্টিতে রাজস্থানে ধূলিসাৎ রাবণের কুশপুতুলের বাজার, মাথায় হাত শিল্পীদের
বড় পুজোগুলো প্রায় সবই আইন মেনেই হয়েছে। পুজো উপলক্ষে খোলা হয়েছিল দুটি কন্ট্রোল রুম। এই কন্ট্রোল রুম থেকে ২৪×৭ নজরদারি চলেছে। নির্বিঘ্নে পুজো শেষ হওয়ায় দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছে। প্রশাসনের তরফে থেকে হেল্পলাইন চালুর পাশাপাশি আইডি কার্ড, ড্রোন-সহ মহিলাদের সেফটির জন্য সমস্ত ব্যবস্থা করা হয়েছিল। ছিল সিসি ক্যামেরার নজরদারি। এসপি বিশপ সরকার এবং এএসপি মিথুনকুমার দে-র নেতৃত্বে পুলিশ, প্রশাসন যে কাজ করে দেখাল তাতে দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসিন্দারা খুশি।