পুলিশের ‘নবদিশা’, শেখাবে পড়ুয়াদের

Must read

সংবাদদাতা, ব্যারাকপুর : বন্দুক-লাঠি ছেড়ে চক-ডাস্টার হাতে নিয়ে ডিউটির ফাঁকে শিক্ষকতাও করছেন পুলিশকর্মীরা (Police)। জগদ্দলে দুষ্কৃতীদের দৌরাত্ম্য অব্যাহত থাকায় এই পরিবেশে এলাকার ছেলেমেয়েদের পড়াশোনায় ব্যাঘাত ঘটে। ছবিটার বদল ঘটাতে অভিনব উদ্যোগ নেন থানার আইসি প্রদীপকুমার দাঁ।‌ ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এবং থানার সহকর্মীদের সহযোগিতায় মোমিনপাড়ায় গড়ে তুলেছেন অবৈতনিক কোচিং সেন্টার ‘নবদিশা’।‌ নবম-দশম শ্রেণির পড়ুয়াদের নিখরচায় কোচিং দেবেন মূলত পুলিশকর্মীরাই (Police)। পুলিশ দিবসে চালু সেন্টারে আপাতত ৪৫ জন পড়ুয়া নাম নথিভুক্ত করেছে। আরও নাম এলে ব্যাচের সংখ্যা বাড়ানো হবে। ভাল সাড়া পেলে অন্য থানা এলাকাতেও কোচিং সেন্টার গড়া হবে। দরকার হলে বাইরের শিক্ষকও নিয়োগ করা হবে।

আরও পড়ুন-ঝাড়গ্রামে শুরু হল প্রাচীন পটদুর্গার আরাধনা

Latest article