সংবাদদাতা, বহরমপুর : অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে যে পুলিশ, তারাই অভিযুক্তের স্ত্রীর হারিয়ে যাওয়া টাকা, আধার কার্ড উদ্ধার করে দিল। পুলিশের এই মানবিক মুখ দেখে ধন্যবাদ জানিয়েছেন অভিযুক্তর স্ত্রী বিলকিস বেগম। ১ জুন জলঙ্গি থেকে সড়কপথে একটি বেসরকারি বাসে বহরমপুর এসেছিলেন বিলকিস, জেলে স্বামীর সঙ্গে দেখা করতে। মোহনা বাসস্ট্যান্ডে নেমে গেলেও তাঁর ব্যাগ থেকে যায় বাসেই। রাস্তায় খাবার কিনতে গিয়ে হুঁশ ফেরে। বাস ততক্ষণে স্ট্যান্ড ছেড়ে চলে গিয়েছে।
আরও পড়ুন-প্রতিকূলতা ডিঙিয়ে নজির বিদ্যামন্দিরের
এরপর বাসস্ট্যান্ডে ট্রাফিক পুলিশের দ্বারস্থ হন বিলকিস। পুলিশ দ্রুত উদ্ধার করে ওঁর সেই টাকার ব্যাগ। তারপর আধার কার্ড-সহ বিভিন্ন কাগজপত্র সোমবার বিলকিস বেগমের হাতে তুলে দিলেন এন এইচ ট্রাফিক ওসি স্বপন রায়। বিলকিস বলেন, ব্যাগে ছ’ হাজার টাকা ছাড়াও আধার কার্ড-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজ ছিল। হারিয়ে ফেলে খুবই ভেঙে পড়েছিলেন। পুলিশ যে টাকা এবং কাগজপত্র উদ্ধার করে দেবে স্বপ্নেও ভাবতে পারেননি। জেলা পুলিশ সুপার শবরী রাজকুমার বলেন, চলার পথে মানুষের যে কোনও সমস্যার খোঁজ পেলেই পুলিশকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।