সংবাদদাতা, কোচবিহার : সীমান্ত এলাকায় নিরাপত্তা বাড়াতে পুলিশের (Police) উচ্চপর্যায়ের বিশেষ দল অভিযানে নেমেছে। পুলিশ আধিকারিকদের একটি উচ্চপর্যায়ের দল বৃহস্পতিবার মেখলিগঞ্জ থানার জামালদহের থেলপুর মোড় এবং মাথাভাঙ্গা থানার বেঙ্গল দইমোড়ে ব্যস্ততম রাস্তার ট্র্যাফিক পরিস্থিতি পরিদর্শন করেছে। কোচবিহারের পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য বলেন, যেকোনও ধরনের দুর্ঘটনা এড়াতে ব্যাস্ততম এই রাস্তাতে ট্রাফিক ব্যবস্থা হিসেবে কিছু পদক্ষেপ নেওয়া হবে। পুলিশের (Police) বিশেষ দলে ছিলেন এডিজি ট্রাফিক রাজেশ কে আর সিং, আইজি ট্রাফিক দেবেন্দ্র প্রকাশ সিং, ডিআইজি উত্তরবঙ্গ অবধেশ পাঠক, আইপিএস, কোচবিহারের পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য। বর্তমানে এই রাস্তায় কি ট্রাফিক ব্যবস্থা আছে তা নিয়ে আলোচনা করা হয় এবং ট্রাফিক ব্যবস্থার উন্নতির জন্য এলাকাকে চিহ্নিত করেন। জানা গেছে উন্নত মানের আধুনিক সিগনাল লাইট বেশকিছু পদক্ষেপ নেওয়া হবে যাতে দিনে ও রাতে পথ দুর্ঘটনা এড়ানো যায়। জেলা পুলিশ সুপার জানিয়েছেন, সীমান্ত এলাকার নিরাপত্তা বৃদ্ধি নিয়ে একাধিক নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতোই কোচবিহারের সীমান্ত এলাকাগুলিতে নিরাপত্তার পাশাপাশি আরও গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে পদক্ষেপ করেছে পুলিশ প্রশাসন। লাগাতার এই এলাকাগুলিতে চলবে অভিযানও।
আরও পড়ুন- আলিপুরদুয়ারে ৬০১ প্রাইমারি স্কুলে প্রধান শিক্ষকের শূন্যপদে নিয়োগ