ড্রোনের মাধ্যমে নজরদারি ও ঘোষণা, দুই-ই করবে পুলিশ

Must read

প্রতিবেদন : কেবল নজরদারি নয় এবার ড্রোনের মাধ্যমে ঘোষণাও করা যাবে। এই রাজ্যে এই প্রথম ঘোষক ড্রোনের উদ্বোধন হল পশ্চিম মেদিনীপুর জেলায়। যার আনুষ্ঠানিক উদ্ধোধনও করেন এডিজি ওয়েস্টার্ন জোন। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের (Police) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় এই ড্রোনের উদ্বোধন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ধৃতিমান সরকার ছাড়াও অন্যান্য পুলিশ কর্তারা। এই প্রসঙ্গে পুলিশ সুপার ধৃতিমান সরকার বলেন, যখন বড় কোনও জমায়েত হয় তখন আইনশৃঙ্খলা পরিস্থিতি সামলানোর পাশাপাশি মানুষকে সতর্ক করার জন্য এটি ব্যবহার করা যেতে পারে, প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষেত্রেও আমরা এই ড্রোন ব্যবহার করে মানুষকে আরও সতর্ক করতে পারি। গত ছ মাস ধরে স্থানীয় স্তরে গবেষণার পর আমরা এটা তৈরি করেছি। আগে কোথাও বিক্ষোভ হটাতে কিংবা গন্ডগোল এড়াতে হ্যান্ডমাইক নিয়ে জরুরি বিষয়গুলি ঘোষণা করতেন পুলিশ আধিকারিকরা। এবার ভিড়ের মধ্যে ড্রোন পাঠিয়ে নজরদারি চালানোর পাশাপাশি জমায়েত থেকে সরে যাওয়ার ঘোষণাও করতে পারবে পুলিশ। ওয়াকিটকির মাধ্যমে বার্তা পাঠাবেন পুলিশ আধিকারিকরা। আর সেই বার্তা ড্রোনের মাধ্যমে পৌঁছে যাবে সাধারণ মানুষের কাছে। বাংলায় এবার ড্রোনের মাধ্যমে নজরদারি ও জনসচেতনতামূলক প্রচার করবে পুলিশ (Police)। পশ্চিম মেদিনীপুর পুলিশের বড় উদ্যোগ। তবে কি শীঘ্রই সারা রাজ্যে চালু হতে পারে এই পরিষেবা! এই নিয়ে রাজ্যের তরফে চিন্তা-ভাবনা করা হচ্ছে বলেও জানা যাচ্ছে। পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকারকে বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা জানানো হচ্ছে।

আরও পড়ুন- সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশ চলছেই: ঢোকাচ্ছে বিএসএফ, ধরছে পুলিশ

Latest article