প্রতিবেদন: ব্রেন স্ট্রোকে এক শিক্ষকের মৃত্যুর পর তাঁর দেহ পরিবারের হাতে তুলে দিচ্ছে না সংশ্লিষ্ট হাসপাতাল। এই অভিযোগে শুক্রবার উত্তেজনা ছড়ায় ইএম বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতাল চত্বরে। অভিযোগ, পুলিশ নাকি দেহ হস্তান্তরের অনুমতি দেয়নি। ঘটনার পর এই নিয়ে কিছু সোশ্যাল মিডিয়ায় আগাগোড়া মিথ্যে প্রচার শুরু হয়। যার জেরে উত্তেজনা আরও বাড়ে।
আরও পড়ুন-সুস্থ হয়েই মুখ্যমন্ত্রীর কাছে ছবির আবদার ছোটদের
ঘটনার পর ডিসিপি পূর্ব কলকাতা পুলিশের তরফে এক্স হ্যান্ডেলে স্পষ্ট জানানো হয়, এরকম কোনও ঘটনাই ঘটেনি। পুরোটাই গুজব ও ভিত্তিহীন প্রচার। পুলিশের তরফে জানানো হয়েছে, সমাজমাধ্যমে যে অভিযোগ করা হচ্ছে, দেহ পরিবারের হাতে হস্তান্তরের অনুমতি দেয়নি পুলিশ, ঘটনাটি বাস্তবে তা নয়। পরিবারের তরফে এরকম কোনও অভিযোগ আনা হয়নি। অভিযোগ করা হয়েছে শিক্ষকদের একটি সংগঠনের তরফে। পুলিশ বলছে, বাস্তবে কয়েকদিন আগে ওই ব্যক্তি ব্রেন স্ট্রোকের কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। শুক্রবার সকালে তিনি মারা যান। তাঁর পরিবারের সদস্যরা পুরো সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং সমস্ত প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ করে মৃতদেহ বাড়িতে নিয়ে যান। শেষে পুলিশের তরফে সতর্ক করে বলা হয়েছে, ইচ্ছাকৃতভাবে সমাজমাধ্যমে এই ধরনের ভুল তথ্য ছড়ানোর জন্য দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।