পুলিশের গাড়ি ভাঙচুর। ঘটনাটি ঘটেছে বসিরহাট মহকুমার সন্দেশখালির (Police_Sandeshkhali) ন্যাজাট থানার অন্তর্গত রাজবাড়ী পুলিশ ফাঁড়ির বোয়ারমারি এলাকায়। তিন পুলিশকর্মী আহত। ঘটনাস্থল থেকে গ্রেফতার ৯ জন। জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে।
আরও পড়ুন- দু’হাজার ছাব্বিশ বিজেপি হাপিশ
ন্যাজাট থানা রাজবাড়ী আউটপোস্টের পুলিশ আধিকারিক মুসা মোল্লা নামে ওই এলাকার এক ব্যক্তির জমি সংক্রান্ত বিবাদের কারণে হুলো পাড়ায় গিয়েছিলেন। ভেড়ি সংক্রান্ত ব্যাপারে কয়েকদিন আগে ওই ব্যক্তিকে বসিরহাট মহকুমা আদালত স্থগিতাদেশ দিয়েছিল। কিন্তু তিনি আদালতের নির্দেশ কোনমতে মানছিলেন না। তারপর ন্যাজাট থানার পক্ষ থেকে একাধিকবার তাঁকে নোটিশ করে ডাকাডাকি করা হয় তারপরেও তিনি আসেননি। এই মুসা মোল্লার খোঁজে শুক্রবার পুলিস আধিকারিকরা তাঁর বাড়িতে যায়। তাঁকে বাড়িতে পেয়ে মুসা মোল্লাকে রাজবাড়ী ফাঁড়িতে নিয়ে আনার প্রস্তুতির মাঝে কয়েকজন এসে পুলিশকে মারধর শুরু করে। একজন অফিসার-সহ তিন জন পুলিশ কর্মী জখম হয়। এরপর বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে ৯ জনকে গ্রেফতার করে। এবিষয়ে সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো বলেন,পুলিশের উপর হামলা চালানো হয়েছে বলে শুনেছি। পুলিশ প্রশাসনের উপর আক্রমণ অত্যন্ত নিন্দনীয়। পুলিশ ঘটনার তদন্ত করছে, যারা এমন কাজ করেছে তাদের পুলিশ শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেবে।।

