জন্মদিনের দিনেই মৃত পুলিশকর্মী

এলাকা টহলদারির দায়িত্বে ছিলেন তিনি ও সহকর্মীরা। রাস্তার পাশে গাড়ি দাঁড় করিয়ে বনেটের ওপর কেক রেখে তা কাটা হচ্ছিলো।

Must read

হাড়োয়াতে জন্মদিনের (Birthday) দিনেই মৃত্যু হয়েছে এক পুলিশকর্মীর (Police constable)। মৃত পুলিশকর্মীর নাম লক্ষীকান্ত রঞ্জন। গতকাল তাঁর জন্মদিন ছিল। সেই উপলক্ষে তাঁর সহকর্মীরা কেক নিয়ে এসেছিলেন তাঁর জন্য। টহল দেওয়ার সময় রাস্তার এক দিকে গাড়ি দাঁড় করিয়ে কেক কাটছিলেন লক্ষীকান্তবাবু। সেই সময় একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে। কমপক্ষে ১০০ মিটার লক্ষীকান্তবাবুকে রাস্তায় টেনে নিয়ে যায় বাইকটি। এর ফলে মৃত্যু হয় সেই কনস্টেবলের।

আরও পড়ুন-মঞ্চে উঠে এআর রহমানের গান কেন বন্ধ করল পুণে পুলিশ

এই ঘটনায় গতকাল মৃত্যু হয় ৫৯ বছর বয়সি এই পুলিশ কনস্টেবলের। গতকাল লক্ষীকান্তবাবুর ৫৯তম জন্মদিন ছিল। এলাকা টহলদারির দায়িত্বে ছিলেন তিনি ও সহকর্মীরা। রাস্তার পাশে গাড়ি দাঁড় করিয়ে বনেটের ওপর কেক রেখে তা কাটা হচ্ছিলো। কেক কাটছিলেন লক্ষীকান্তবাবু। হঠাৎ একটি বাইক তাদের দিকে এগিয়ে আসে। বাইকলাচলক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন বলে জানা গিয়েছে। লক্ষীকান্তবাবুকে নিয়ে সেই বাইক এরপর প্রায় ১০০ মিটার এগিয়ে যায়। পরে পাশের একটি খালে লক্ষীকান্তবাবুকে ফেলে দিয়ে পালিয়ে যায় বাইকচালক।

আরও পড়ুন-পুরী-দিল্লি পুরুষোত্তম এক্সপ্রেসে বোমাতঙ্ক

লক্ষীকান্ত রঞ্জনকে বারাসাত জেলা হাসপাতালে নিয়ে যান তাঁর সহকর্মীরা। বেশ কিছু জায়গায় হাড় ভেঙে যায় দুর্ঘটনার জেরে। মাথায় গভীর আঘাত পেয়েছিলেন। হাসপাতালে মৃত্যু হয় তাঁর। হাড়োয়া থানার এক আধিকারিক জানান, ‘এটা খুবই দুঃখজনক একটা ঘটনা। জন্মদিনের দিন ডিউটিতে থাকাকালীন তাঁর মৃত্যু হল। তাঁর সহকর্মীরা ছোট্ট করে তাঁর জন্মদিন পালন করার পরিকল্পনা করেছিলেন। সেই সময়ই এই দুর্ঘটনা। পুলিশ অভিযুক্ত বাইকচালকের খোঁজে তল্লাশি চালাচ্ছে।’

 

Latest article