কানপুর: হ্যাঁ, এতটাই নিচে নেমেছে যোগীরাজ্যের পুলিশ। ১৪ বছরের এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণ করল এক পুলিশকর্ম এবং তার বন্ধু। ২ ঘণ্টা ধরে মেয়েটির উপর যৌননির্যাতন চালানোর পর তাকে সংজ্ঞাহীন অবস্থায় ফেলে দিয়ে গেল তার বাড়িরই সামনে। তারপরেই চম্পট দিল নিমিশের মধ্যে।
আরও পড়ুন-আজব ফতোয়া বিজেপির বিহারে, পথকুকুর গুণতে হবে শিক্ষকদের
ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটেছে কানপুরের সাচেন্দি এলাকায়। নির্যাতিতা পুলিশের কাছে দায়ের করা অভিযোগে বলেছে, মঙ্গলবার ১০ নাগাদ যখন সে সবে মাত্র বাড়ির বাইরে পা দিয়েছে ঠিক তখনই একজন পুলিশকর্মী-সহ দু’জন তাঁকে অপহরণ করে নিয়ে যায় একটি পরিত্যক্ত রেললাইনের ধারে। তারপরে গণধর্ষণ করে। নির্যাতিতার ভাই জানিয়েছে, মাঝরাতে পুলিশকে ফোন করা হলেও কোনও সাড়া মেলেনি। অভিযুক্ত যেহেতু পুলিশকর্মী তাই প্রথমে অভিযোগও নিতে চায়নি থানা।

