বাবা-মাকে গুলি করে খুনের অভিযোগ পুলিশকর্মীর বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ঝাড়গ্রামে (Jhargram)। অভিযুক্ত জয়দেব চট্টোপাধ্যায় জঙ্গলমহল ব্যাটেলিয়নের সাব ইন্সপেক্টর পদে কর্মরত। ঝাড়গ্রামের রঘুনাথপুরেই ভাড়া বাড়িতে থাকেন ওই পুলিশকর্মী ও তাঁর বাবা-মা। গত কয়েকদিন ধরে ছুটিতে ছিলেন জয়দেব।
আরও পড়ুন-লেখক ও তাঁর সৃষ্টিকে অবহেলা করতে পারব না আমরা : ব্রাত্য
বুধবার রাতে গুলি চালিয়ে বাবা-মায়ের মাথায় গুলি করে খুন করেন জয়দেব। তারপরেই নিজের গলায় গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। গুরুতর জখম অবস্থায় ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি এই মুহূর্তে চিকিৎসাধীন। বাড়িটিকে ঘিরে রাখা হয়েছে। অভিযুক্তের বাবার নাম দেবব্রত চট্টোপাধ্যায় (৬০), মায়ের নাম শম্পা চট্টোপাধ্যায়। কিন্তু কী কারণে এই ঘটনা ঘটালেন ওই পুলিশকর্মী? তা এখনও অজানা। ছুটিতে থাকা অবস্থায় তার কাছে বন্দুক এল কীভাবে? সেটি সার্ভিল রিভলভার কিনা খতিয়ে দেখছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। নিহতদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় গোটা এলাকায় যেমন আতঙ্ক ছড়িয়েছে তেমনই কৌতূহল বাড়িয়েছে। কেন এমন কাণ্ড ঘটালেন জয়দেব?