সংবাদদাতা, ঝাড়গ্রাম : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশে রাজ্য প্রশাসনের পাশাপাশি পুলিশও (police) নানাভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছে। সেই সূত্রেই পুলিশ তৈরি করেছে এক মোবাইল অ্যাপ্লিকেশন অ্যাপ। গত আগস্ট মাসেই ঝাড়গ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে উদ্বোধন হয়েছে ‘দান’ নামে সেই মোবাইল অ্যাপটি। সেই অ্যাপের মাধ্যমে আবেদন করেই আপৎকালীন অবস্থায় রক্ত পেলেন এক ক্যান্সার আক্রান্ত রোগী। জামবনি এক ব্লকের গিধনির বাসিন্দা।
আরও পড়ুন-স্মিথের সঙ্গে ক্রিকেটে মাতলেন জকোভিচ
পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিন-চার মাস আগে গিধনির বাসিন্দা তনয় চক্রবর্তী মারণ রোগ ক্যান্সারে আক্রান্ত হন। তারপর থেকে ভুবনেশ্বরের এইমস হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর। বর্তমানে তাঁকে কেমো থেরাপি দেওয়া চলছে। এবার চতুর্থ কেমো দেওয়ার সময় আবারও রক্তের প্রয়োজন হয়। তাই তাঁর পরিবারের পক্ষ থেকে পুলিশের দান অ্যাপে যাবতীয় তথ্য দিয়ে আবেদন করেছিলেন। তারপরেই জামবনি থানার দুই এনভিএফ ও এক কনস্টেবল এদিন বৃহস্পতিবার ভুবনেশ্বরের এইমস হাসপাতালে গিয়ে রক্ত দান করে আসেন। এ বিষয়ে জামবনি থানার আইসি অমিত অধিকারী বলেন, আমাদের দান অ্যাপে ওঁদের আবেদন দেখার পরেই আমরা রক্তের ব্যবস্থা করি। আমাদের থানার দুই এনভিএফ নৃপেন্দ্রনাথ মাহা, মধুসূধন দাস ও এক কনস্টেবল গোবিন্দ মণ্ডল ক্যান্সার-আক্রান্ত ব্যক্তিকে রক্তদান করে আসেন।