ছড়াচ্ছে পোলিও, জরুরি অবস্থা জারি নিউ ইয়র্কে

জুলাই মাসে নিউ ইয়র্কে পোলিও ভাইরাসের হদিশ মিলতেই নড়েচড়ে বসে মার্কিন স্বাস্থ্য দফতর। রাজ্যের একাধিক শহর থেকে শুরু হয় নমুনা সংগ্রহ।

Must read

প্রতিবেদন : করোনার প্রকোপ নির্মূল হওয়ার আগেই পোলিও মহামারীর আতঙ্ক ছড়াল আমেরিকায়। ইতিমধ্যে নিউ ইয়র্কে শুরু হয়েছে পোলিওর গোষ্ঠী সংক্রমণ। সেকারণেই জরুরি অবস্থা জারি হয়েছে নিউ ইয়র্কে। পরিস্থিতি সামাল দিতে ফের ব্যাপক হারে টিকাকরণের কাজ শুরু করেছে মার্কিন প্রশাসন। জোর দেওয়া হচ্ছে ওরাল ভ্যাকসিনেশনের উপর।

আরও পড়ুন-ধর্ষণের পর পুড়িয়ে মারার চেষ্টা দলিত নাবালিকাকে, যোগীরাজ্যে জঙ্গলরাজ

চলতি বছরের জুলাই মাসেই নিউ ইয়র্কে মিলেছিল পোলিও ভাইরাস। সেই ঘটনার দেড় মাসের মধ্যেই নিউ ইয়র্কে জারি হল জরুরি অবস্থা। দেশের পরিস্থিতি যে উদ্বেগজনক, তা কার্যত স্বীকার করে নিয়েছেন গভর্নর ক্যাথি হোচুল। তিনি জানিয়েছেন, নিউ ইয়র্ক শহর এবং আশপাশের চারটি এলাকার নর্দমা থেকে সংগৃহীত নমুনা পরীক্ষা করে পোলিও ভাইরাসের সন্ধান মিলেছে।

আরও পড়ুন-হারের পর মেজাজ হারালেন রামিজ

জুলাই মাসে নিউ ইয়র্কে পোলিও ভাইরাসের হদিশ মিলতেই নড়েচড়ে বসে মার্কিন স্বাস্থ্য দফতর। রাজ্যের একাধিক শহর থেকে শুরু হয় নমুনা সংগ্রহ। সেই রিপোর্ট হাতে আসতেই চক্ষু চড়কগাছ মার্কিন স্বাস্থ্য দফতরের আধিকারিকদের। কারণ রিপোর্ট বলছে, নিউ ইয়র্কের একাধিক এলাকায় গোষ্ঠী সংক্রমণ ছড়াতে শুরু করেছে। সেদেশের কেন্দ্রীয় রোগ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠান বা সিডিসির দেওয়া তথ্য অনুযায়ী দেশের ৯৩ শতাংশ শিশু কমপক্ষে পোলিও টিকার তিনটি ডোজ নিয়েছে। তবে এখনও অনেক এলাকা টিকা কর্মসূচিতে পিছিয়ে রয়েছে।

Latest article