সংবাদদাতা, আসানসোল : অতিমারির কারণে পুর নির্বাচন তিন সপ্তাহ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। তবে নির্বাচন পিছিয়ে গেলেও তাতে কোভিড বিধি মেনে প্রচার বন্ধ রাখা হবে না বলে শনিবার সাংবাদিক বৈঠকে জানালেন রাজ্যের আইন ও পূর্তমন্ত্রী মলয় ঘটক। তিনি বলেন, বাইশে জানুয়ারি ভোট হলে যদি দুটি আসন হারাতে হত, ভোট পিছিয়ে যাওয়ায় সেদুটি আসনও আসবে শাসক দলের অনুকূলেই। মন্ত্রী তাঁর এই বক্তব্যের সমর্থনে বলেন, ভোট পিছিয়ে যাওয়ায় হাতে আরও তিন সপ্তাহ অতিরিক্ত সময় পাওয়া গিয়েছে।
আরও পড়ুন-পরিস্থিতি স্বাভাবিক করতে ব্যর্থ রেল
এই সময়ের মধ্যে যে ওয়ার্ড গুলিতে প্রচারে কিছুটা খামতি থেকে গিয়েছিল, সেই সব ওয়ার্ডের প্রতিটি মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তোলা সম্ভব হবে। এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, আসানসোলের মানুষ স্থির করে ফেলেছেন ক্ষমতায় কাদের নিয়ে আসবেন। তৃণমূলের আসানসোল পুরসভা পর্যবক্ষেক ভি শিবদাসন দাশু বলেন, পুর নির্বাচনে কোন আসনেই কোন প্রার্থী পরিবর্তন কিংবা ওয়ার্ড বদল হবে না, শুধু কোভিডের কারণে ভোটের তারিখটা পিছিয়ে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। আমরা যে কোন সময় ভোটের জন্য প্রস্তুত আছি।