পানাজি: গোয়া (Goa) বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই জনসংযোগ কর্মসূচি জোরদার করছে তৃণমূল কংগ্রেস। শনিবার এই ধারা অব্যাহত রেখে গোয়ার গন্ডংরিম পঞ্চায়েতের প্রধান অশোক ভেলিপ যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। সাংসদ ও গোয়ায় দলের কো-ইনচার্জ সুস্মিতা দেব ও তৃণমূল কংগ্রেস নেতা ওমপ্রকাশ মিশ্রর উপস্থিতিতে দলে যোগ দেন অশোক ভেলিপ।
আরও পড়ুন – ফের গোয়া সফরে অভিষেক
আগামী ১৭ জানুয়ারি গোয়া (Goa) যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। গোয়ায় দলীয় নেতৃত্বের সঙ্গে সাংগঠনিক বৈঠক করবেন তিনি। কথা হবে জোট শরিক মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির নেতৃত্বের সঙ্গেও। ১৪ ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক বিস্তার ও প্রস্তুতি নিচ্ছে দল৷ ইতিমধ্যেই গোয়াবাসীকে দেওয়া তৃণমূলের প্রতিশ্রুতির গৃহলক্ষ্মী কার্ড ও যুবশক্তি কার্ডের ঘোষণা তুমুল কৌতুহল তৈরি করেছে। দলের নেতারা বলছেন, রাজ্যে ক্ষমতায় এলে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে বাংলার মতই উন্নয়নের বিকল্প মডেল দেখবে গোয়াবাসী। একদিকে ক্ষমতাসীন বিজেপি সরকারের অনুন্নয়ন এবং অন্যদিকে কংগ্রেসের বিশ্বাসযোগ্যতার অভাব। তিতিবিরক্ত গোয়ার সাধারণ মানুষ। এই প্রেক্ষাপটে গোয়াবাসীর স্বার্থে বিকল্প মডেলের প্রচার করছে তৃণমূল।