অনন্তর হাতে নিগৃহীত সন্ন্যাসীর পাশে সাংসদ

দিল্লিতে সংসদের কাজে ব্যস্ত থাকায় পুজোর পরে আশ্রমের সন্ন্যাসীর উপর নিগ্রহের ঘটনার পরে নিজে আসতে পারেননি সাংসদ।

Must read

সংবাদদাতা, কোচবিহার : বিজেপি সাংসদ অনন্ত মহারাজের হাতে নিগৃহীত সন্ন্যাসীর সঙ্গে দেখা করলেন তৃণমূল সাংসদ জগদীশ বর্মা বসুনিয়া। এদিন সিতাইয়ের আশ্রমে গিয়ে আক্রান্ত সন্ন্যাসীর পাশে থাকার ব্যাপারে আশ্বস্ত করেছেন সাংসদ। শনিবার আশ্রমে গিয়ে শ্রীরামকৃষ্ণ, সারদা মা ও স্বামী বিবেকানন্দের ছবিতে শ্রদ্ধা জানান। সঙ্গে ছিলেন তৃণমূল নেতৃত্ব। দিল্লিতে সংসদের কাজে ব্যস্ত থাকায় পুজোর পরে আশ্রমের সন্ন্যাসীর উপর নিগ্রহের ঘটনার পরে নিজে আসতে পারেননি সাংসদ।

আরও পড়ুন-আগেই পড়েছে গো ব্যাক পোস্টার, বন্যাদুর্গতদের বিক্ষোভের মুখে গদ্দার

তবে খবর পেয়েই সন্ন্যাসীর সঙ্গে ফোনে যোগাযোগ করেছিলেন। স্ত্রী পঞ্চায়েত সমিতির সভাপতি সঙ্গীতা রায় বসুনিয়া ও সিতাই তৃণমূল ও যুব নেতৃত্বদের পাঠিয়েছিলেন আশ্রমে। দিল্লি থেকে শুক্রবার ফিরেই শনিবার আশ্রমে যান জগদীশ। বলেন, এই আশ্রমের উন্নতিতে যা প্রয়োজন, তিনি করবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্রমের সঙ্গে যোগাযোগ রাখতে নির্দেশ দিয়েছেন। সেইমতো তাঁরা আশ্রম ও সন্ন্যাসীদের পাশে আছেন।

আরও পড়ুন-সিকিমে মরশুমের প্রথম তুষারপাত, বরফে ঢাকল ছাঙ্গু

দশমীর দিন যখন আশ্রমে দুর্গাপ্রতিমা বিসর্জন হয়েছিল তখন আশ্রমে একা ছিলেন সন্ন্যাসী বিজ্ঞেনানন্দ তীর্থ। সেসময় আশ্রমে এসেছিলেন বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত রায়। তিনি সন্ন্যাসীর সঙ্গে বিতর্কে জড়িয়ে তাঁর ওপরে চড়াও হন বলে অভিযোগ। আক্রান্ত সন্ন্যাসীর সঙ্গে দেখা করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ।

Latest article