প্রতিবেদন : সংগঠনে লোকজন নেই, মানুষের সমর্থন নেই। তাই এখন গীতাকে সামনে রেখে মানুষকে বিভ্রান্ত করতে নেমেছে বঙ্গ বিজেপি! রবিবারের ব্রিগেডে পরিচয় ভাঁড়িয়ে বিজেপির ‘৫ লক্ষ কণ্ঠে গীতাপাঠ’-এর ভণ্ডামিকে তীব্র চাঁচাছোলা ভাষায় আক্রমণ করে বাংলার বিজেপি নেতাদের ‘মেকি হিন্দুত্ব’ ফাঁস করলেন তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। তাঁর কথায়, পবিত্র গীতা আমাদের সকলের পূজনীয়। গীতা শুধুমাত্র ভগবান শ্রীকৃষ্ণের বাণী নয়, গীতা একটা দর্শন। কিন্তু এখানে গীতার পলিটিক্যাল মার্কেটিংয়ের অপচেষ্টা চলছে! কারা করছে? সব বিজেপি নেতা, প্রমাণিত। আরও একটা লোক আছে, যার বিরুদ্ধে কীসব অভিযোগ ছিল। সে আর বিজেপি নেতারা মিলে এটা করছে। এর আগেও ভগবান রামকে নিয়ে রাজনীতি করতে গিয়েছিল। তারপর তো অযোধ্যাতেই হেরে গিয়েছে!
আরও পড়ুন-অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রেফার করা ৩ জনের চিকিৎসা অ্যাপোলোয়
কুণালের আরও সংযোজন, বিজেপির লোকজন নেই, বুথে দেওয়ার মতো বিএলএ-২ পায় না। তাই এখন গীতাকে সামনে রেখে মানুষকে বিভ্রান্ত করতে নেমেছে। এখানে ছবি তুলছে গীতাপাঠের। আর দিল্লিতে অভিযোগ আসছে, বিজেপির লোকজনের গাড়ি পার্কিং হচ্ছে না বলে বহু বছরের মন্দির ভেঙে ভগবান শিবের মূর্তির গলায় শিকল পরিয়ে নিয়ে গিয়েছে। ওখানে হিন্দুরা কাঁদছে, শুধুমাত্র গাড়ি পার্কিং হচ্ছে না বলে এত বছরের মন্দির ভেঙে দিল! আর এখানে গীতাপাঠ দেখাচ্ছে? এরা সব মেকি হিন্দু, জালি হিন্দু। যাঁরা গীতাপাঠের নামে রাজনীতি করছেন, তাঁরা আদৌ কখনও গীতা পড়েননি। গীতায় কত শ্লোক জানেন না, শ্লোকের মানেও জানেন না। কারণ, সংস্কৃত বোঝেন না। সাধারণ মানুষকে রোটি-কাপড়া-মাকান দিতে পারছে না, তাই ধর্মের নামে ভেদাভেদ তৈরি করতে চাইছে!

