জমির বিনিময়ে চাকরি সংক্রান্ত ১৪ বছরের পুরনো মামলায় লালু, রাবড়িকে ফের জেরা করেছে সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার এই পদক্ষেপকে মোদি সরকারের প্রতিহিংসার রাজনীতি বলে জানাল নীতীশ কুমারের জেডিইউ। লালুর দলের জোট সঙ্গী জেডিইউ সাফ জানিয়েছে, রাজনৈতিক প্রভু বিজেপির চাপেই এই কাজ করতে হচ্ছে সিবিআইকে।
আরও পড়ুন-ধাপায় এবার ফুটবল মাঠ
জেডিইউ সভাপতি রাজীবরঞ্জন সিংহ সিবিআইয়ের এই জিজ্ঞাসাবাদ নিয়ে তীব্র আক্রমণ করেছেন কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপিকে। তিনি বলেন, সাক্ষ্যপ্রমাণের অভাবে সিবিআই এর আগে দু’বার মামলাটি বন্ধ করে দিয়েছিল। এখন, নীতীশ কুমার আরজেডির সঙ্গে জোট করার পরেই মামলাগুলি আবার খোলা হচ্ছে। হঠাৎ করে সিবিআই কি সাক্ষ্যপ্রমাণ পেয়ে গেল! অন্যান্য অবিজেপি শাসিত রাজ্যেও একই কাজ করছে মোদির দল।