রাম-বাম (CPM-BJP) আঁতাতের কথা বহুবার তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন। এবার চার চাক্ষুষ প্রমাণ মিললো হাবড়ায়। সিপিএমের দলীয় কার্যালয়ে শুরু বিজেপির ব্যানার টাঙিয়ে সিএএ এবং এসআইআর সহায়তা ক্যাম্প। নজিরবিহীন এই ঘটনায় ইতিমধ্যেই রাজনৈতিক তরজা তুঙ্গে।
বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা। উত্তর ২৪ পরগনার হাবড়া বিধানসভার উপনে এলাকায় ঘটেছে এমনই ঘটনা। প্রায় নয় দশক ধরে রয়েছে সিপিএমের দলীয় কার্যালয়। বুধবার বিকেলে সেই কার্যালয়ে তালা খুলে ভেতরে দলীয় পোস্টার টাঙিয়ে ক্যাম্প করেন বিজেপি কর্মী সমর্থকরা। বিষয়টি সামনে আসতেই সিপিএমের তরফে দাবি করা হয়েছে কার্যালয়ের চাবি খোকন মহান্ত নামে সিপিএমের এক পার্টি সদস্যের কাছে ছিল। তিনি বিজেপির সঙ্গে মিশে এই কাজ করেছেন। দলীয় নেতৃত্বরা এ বিষয়ে কিছুই জানেন না।
বৃহস্পতিবার সন্ধেয় লোক দেখাতে এনিয়ে প্রতিবাদ সভা করেছে সিপিএম নেতৃত্ব।
আরও পড়ুন- মনরেগার ৫২ হাজার কোটি পাওনা! বাংলার প্রাপ্য টাকা মেটাতে সংসদ চত্বরে গর্জে উঠলেন তৃণমূল সাংসদরা
সূত্রের খবর, দলীয়ভাবে খোকনের বিরুদ্ধে ব্যবস্থাও নেবেন তারা। আইনশৃঙ্খলা যাতে বিঘ্নিত না হয়, তাই খবর পেয়ে হাবড়া থানায় খোকনের কাছে থাকা সিপিএমের দলীয় কার্যালয়ের চাবি এলাকার সিপিএম (CPM-BJP) নেতৃত্বর হাতে তুলে দিয়েছে। বিজেপির জেলা নেতৃত্বের উপস্থিতিতে সিপিএম কার্যালয়ে চলা ওই ক্যাম্প নিয়ে কটাক্ষ করতে ছেড়েননি তৃণমূল নেতৃত্বও। তৃণমূল নেতা পুলক চট্টোপাধ্যায় জানান, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন রাজ্যে সিপিএম ও বিজেপির আঁতাত রয়েছে, ভোট এলে সিপিএমের ভোট বিজেপিতে পড়ে সিপিএম শূন্য হয়। সিপিএমের দলীয় কার্যালয়ে বিজেপির ক্যাম্প সেই ঘটনারই প্রমাণ দেয়।

