প্রয়াত পঞ্জাবের রাজনীতির অন্যতম লৌহপুরুষ প্রকাশ সিং বাদল (Prakash Singh Badal)। শিরোমনি অকালি দলের নেতার মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৫ বছর। অকালি দলের প্রতিষ্ঠাতা হিসাবে শুধু নয়, পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসাবেও প্রকাশ সিং বাদল বেশ স্বনামধন্য। মোহালির ফোর্টিস হাসপাতালে তিনি এদিন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কেন্দ্রের তরফে দু’দিনের রাষ্ট্রীয় শোকেরও ঘোষণা করা হয়েছে|
আরও পড়ুন-সুপ্রিম কোর্টের নির্দেশ মুসলিম সংরক্ষণ বাতিলের সিদ্ধান্ত স্থগিত ৯ মে পর্যন্ত কর্নাটক
প্রকাশ সিং বাদলের মিডিয়া অ্যাডভাইজার জাঙ্গবীর সিং তাঁরমৃত্যুর সংবাদ নিশ্চিত করেন। অনেকদিন ধরেই রোগভোগের মধ্য দিয়ে যাচ্ছিলেন প্রকাশ সিং বাদল। এক সপ্তাহ আগে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি আইসিইউতে ভর্তি ছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষ তরফে জানা গিয়েছে,’ পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদলকে ১৬ এপ্রিল মোহালির ফোর্টিস হাসপাতালে ভর্তি করা হয়েছিল।’ ব্রঙ্কিয়াল অ্যাস্থমা থেকে তাঁর অবস্থা আরও খারাপ হয়। ১৮ এপ্রিল তাঁকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর শ্বাসপ্রশ্বাসের পরিস্থিতি আরও খারাপ হয়।
আরও পড়ুন-দুর্নীতির অভিযোগ সাসপেন্ড এনআইএ কর্তা, ব্যবসায়ীর থেকে ২ কোটি টাকা ঘুষ
হাসপাতাল কর্তৃপক্ষ এই মর্মে জানিয়েছে,’তিনি চিকিৎসা ব্যবস্থাপনার পাশাপাশি এনআইভি এবং এইচএফএনসি সহায়তায় ছিলেন। তিনি কার্ডিওলজি দ্বারা সমর্থিত পালমোনোলজি এবং ক্রিটিক্যাল কেয়ার টিমের সাথে অধ্যাপক চিকিৎসক দিগম্বর বেহরার অধীনে চিকিৎসাধীন ছিলেন।’
আরও পড়ুন-দুর্নীতির অভিযোগ সাসপেন্ড এনআইএ কর্তা, ব্যবসায়ীর থেকে ২ কোটি টাকা ঘুষ
এই মর্মে আজ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট বার্তায় শোকপ্রকাশ করেছেন। তিনি লেখেন, ‘পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী প্রকাশ সিং বাদলের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। একজন সত্যিকারের জননেতা এবং অদম্য সাহসী একজন মানুষ, তিনি তার রাষ্ট্রের অগ্রগতিতে অপরিসীম অবদান রেখেছিলেন। এই শোকের সময়ে তার পরিবার ও সমর্থকদের কাছে আমার সহানুভূতি।’
I’m deeply saddened by the passing of Shri Parkash Singh Badal, Former CM of Punjab.
A true mass leader and a man of indomitable courage, he contributed immensely to the progress of his state.
My heart goes out to his family and supporters during this time of grief.
— Mamata Banerjee (@MamataOfficial) April 26, 2023
তথ্য ও সংস্কৃতি বিভাগ
পশ্চিমবঙ্গ সরকার
নবান্ন,
৩২৫, শরৎ চ্যাটার্জি রোড,
হাওড়া – ৭১১১০২
স্মারক সংখ্যা: ৭৭/আইসিএ/এনবি
তারিখ: ২৬/৪/২০২৩
মুখ্যমন্ত্রীর শোকবার্তা
পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদলের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি গতকাল মোহালিতে প্রয়াত হন। বয়স হয়েছিল ৯৫ বছর।
বর্ষীয়ান রাজনীতিবিদ শিখ-পাঞ্জাবি সমাজের স্তম্ভ প্রকাশ সিং বাদল দীর্ঘদিন মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।অদম্য সাহসী ও প্রকৃত জননেতা এই প্রবীণ রাজনীতিবিদ পাঞ্জাবের সার্বিক উন্নয়নে বিশেষ অবদান রেখে গেছেন। সমাজ কল্যাণমূলক কাজকর্মে তাঁর বিশেষ অবদান রয়েছে।
তাঁর প্রয়াণে রাজনৈতিক জগতের অপূরণীয় ক্ষতি হল।
আমি প্রকাশ সিং বাদলের আত্মীয় পরিজন ও অনুরাগীদের
আন্তরিক সমবেদনা জানাচ্ছি।
মমতা বন্দ্যোপাধ্যায়