প্রয়াত দিল্লি বিধানসভার অন্যতম বিজেপি বিধায়ক বিজয় মালহোত্রা (Vijay Malhotra)। বিজেপির হয়ে প্রত্যক্ষ রাজনীতির পাশাপাশি দেশের গুরুত্বপূর্ণ সময়ে ক্রীড়া প্রশাসকের গুরুভারও সামলেছেন তিনি। মঙ্গলবার দিল্লির এইমসে প্রয়াত হন তিনি। পাঁচবারের সাংসদের প্রয়াণে শোক প্রকাশ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
আরও পড়ুন-উৎসবের থিমে বাঙালি অস্মিতা: মণ্ডপের সামনেই পরিযায়ী শ্রমিকদের উপহার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
অবিভক্ত ভারতের লাহোর শহরে জন্ম নেওয়া বিজয় মালহোত্রা বিজেপির অত্যন্ত নির্ভরযোগ্য নেতা ছিলেন দিল্লি থেকে। ১৯৯৯ সালে তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে পরাজিত করে সাংসদ নির্বাচিত হয়েছিলেন। ২০০৪ লোকসভা নির্বাচনে তিনিই একমাত্র বিজেপি সাংসদ হিসাবে দিল্লি থেকে জয়ী হয়েছিলেন। আবার ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি সুরেশ কালমাদি তছরুপের কারণে গ্রেফতার হওয়ার পরে তিনি সেই দায়িত্ব সামলেছিলেন।
আরও পড়ুন-লন্ডনে গান্ধীমূর্তি বিকৃত করা নিয়ে তীব্র নিন্দা হাইকমিশনের
বিজয় মালহোত্রার মতো রাজনীতিকের প্রয়াণে শোক প্রকাশ করে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, বরিষ্ঠ রাজনীতিক বিজয় মালহোত্রার প্রয়াণে আমি শোকাহত। তিনি একজন প্রভাবশালী ক্রীড়া প্রশাসকও ছিলেন, এবং তাঁর অবদান অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাঁকে খুব কাছ থেকে চিনতাম এবং তাঁর সঙ্গে কাজ করার সৌভাগ্য হয়েছিল। তাঁর পরিবার, বন্ধু ও অনুরাগীদের প্রতি আমার সহানুভূতি।
Saddened by the demise of senior politician Vijay Kumar Malhotra. He was an effective sports administrator too, and his contributions were significant. I knew him well and had occasions to work with him.
My condolences to his family, friends and followers.
— Mamata Banerjee (@MamataOfficial) September 30, 2025