উৎসবের মরশুমে দূষণ কমল কলকাতায়

প্রসঙ্গত, ২০১৯ সালের আগে এমন দিন মাঝে মধ্যেই আসত। মাত্রাতিরিক্ত দূষণের ফলে কলকাতাকে দিল্লির দূষণের সঙ্গেও তুলনা করা হত।

Must read

বড়দিনে (Christmas) শহর কলকাতার মানুষ উৎসবের আবহে গা ভাসিয়েছিলেন। দেখা গেল কলকাতায় (Kolkata)গত কয়েক বছরের তুলনায় দূষণের মাত্রা অনেকটাই কম। দিল্লির দূষণের থেকে একপ্রকার শিক্ষা নিয়েই ডিসেম্বরের দূষণের রোধে প্রশাসনের তৎপর হয়ে উঠেছিল। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্যদের তরফে গত পাঁচ বছরে কলকাতায় দূষণের মাত্রা নিয়ে বলা হচ্ছে AQI( 101-200) এই মাত্রা ২০২৪ সালে ক্রমশ বেড়েছে।

আরও পড়ুন-উর্দি পরে করা যাবে না ‘রিল’, বিজ্ঞপ্তি লালবাজারের

২০২৪ সালের ডিসেম্বর মাসে একটিও ভেরি পুওর দিন নেই। এমনকী কলকাতার বালিগঞ্জ এলাকায় মাত্র ১২টি পুওর দিন রয়েছে। সেখানে এবার একটিও ভেরি পুওর দিন নেই। কলকাতার জন্য় এটি অত্যন্ত আশার খবর বটেই। ২০২৩ সালের ডিসেম্বর মাসে একটি পুওর ডে ছিল। ২০২২ সালের ডিসেম্বর মাসে ছিল ২০টি পুওর দিন ছিল।

আরও পড়ুন-ভাইকে অডিয়োবার্তা পাঠিয়ে এইমস ভুবনেশ্বরে আত্মঘাতী ছাত্র

প্রসঙ্গত, ২০১৯ সালের আগে এমন দিন মাঝে মধ্যেই আসত। মাত্রাতিরিক্ত দূষণের ফলে কলকাতাকে দিল্লির দূষণের সঙ্গেও তুলনা করা হত। তবে এবার দূষণ কমার পেছনে অন্য়তম কারণ হল এবার ঠান্ডা তুলনায় কিছুটা কম। হালকা বৃষ্টি হয়েছে। তাছাড়া দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, কলকাতা পুরসভাও এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। গত ২রা নভেম্বর বালিগঞ্জ এলাকায় বায়ু দূষণের সূচক ছিল ৩০০। সেদিন দিল্লিতে বায়ু দূষণের সূচক ছিল ৩১৬। ১লা নভেম্বর রবীন্দ্রভারতী বিশ্বভারতী সংলগ্ন এলাকায় দূষণের সূচক ছিল ৩১০। দিল্লির বায়ুদূষণের সূচক ছিল ৩৩৯তে।

Latest article