এ বছর দীপাবলিতে শব্দবাজির দাপট কমেছে অনেকটাই। নির্ধারিত সময়সীমা, নিষেধাজ্ঞা মেনেই ব্যবহার হয়েছে বাজি। তবু বিক্ষিপ্ত কিছু ঘটনা নিয়ে দ্রুত পদক্ষেপ করেছে কলকাতা পুলিশ (Kolkata Police)। কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা দাবি করলেন, গত বারের তুলনায় এ বছর কলকাতার পরিস্থিতি অনেক ভাল। ভারতের অন্যান্য বড় শহরের তুলনায় এবার দূষণ কলকাতায় অনেক কম।
আরও পড়ুন-গড়িয়া মহাশ্মশানের শতাব্দীপ্রাচীন পুজোয় অসমের কামাখ্যা মন্দির
মঙ্গলবার সকালে সিপি মনোজ ভার্মা বলেন, ‘‘শব্দ ৯০ ডেসিবলের থেকে কম রয়েছে মানে তা সীমার মধ্যেই রয়েছে। এই সংক্রান্ত সীমা ১২৫ ডেসিবল। এছাড়া, আমরা সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বায়ুদূষণের উপরেও নজর রেখেছিলাম। তখনও পর্যন্ত সারা ভারতের অন্যান্য বড় শহরের তুলনায় কলকাতায় দূষণ কম ছিল। রাত ১০টা কিংবা ১২টার রিপোর্ট খতিয়ে দেখলে গোটা চিত্রটা স্পষ্ট হবে।’’ শব্দদূষণ হোক বা বায়ুদূষণ এই বছরে দীপাবলিতে দুটোই গত বছরের তুলনায় কম রয়েছে। শহরের বিভিন্ন জায়গা খতিয়ে দেখে বোঝা গিয়েছে এই বছর ভারতের অন্যান্য বড় শহরের তুলনায় কলকাতায় দূষণ অনেক কম হয়েছে।
আরও পড়ুন-শীতের আমেজে মহানন্দা ব্যারেজে পরিযায়ীর দল
প্রসঙ্গত, পুলিশ শহিদ শ্রদ্ধাজ্ঞাপন এর দিনে রেড রোডে অবস্থিত পুলিশ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর মধ্যে দিয়ে গাম্ভীর্যপূর্ণ পরিবেশে পালিত হল আজ। কর্তব্যপালনের পথে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করা বীর পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানানো হয় এই দিনে। পুলিশ কমিশনার মনোজ ভার্মার পাশাপাশি শীর্ষ পুলিশ আধিকারিকরা শ্রদ্ধাজ্ঞাপন করেন স্মৃতিস্তম্ভে। তুলে ধরা হয় শহিদ পুলিশ কর্মীদের বীরত্বের কাহিনী। তার মাঝেই কলকাতার উন্নতির কথা তুলে ধরলেন খোদ নগরপাল।