বুধবার একটি অনুষ্ঠানে দাভানগেরের মহিলা আইপিএস (IPS) পুলিশ সুপার উমা প্রসাদকে ‘পোষা কুকুর’ বলে কটাক্ষ করে বিতর্কে জড়ালেন কর্নাটকের বিজেপি বিধায়ক বিপি হরিশ। বিধায়কের এই অশালীন মন্তব্য ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপি বিধায়কের বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর। জানা গিয়েছে, দাভানগেরেতে রিপোর্টার্স গিল্ডের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন হরিশ। সেখানে ভাষণ দিতে গিয়ে মহিলা পুলিশ সুপারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে হরিশ বলেন, ‘’আমি বিধায়ক হলেও কোনও অনুষ্ঠানে আমাকে দেখলেই এসপি মুখ ঘুরিয়ে নেন। কিন্তু শামানুর পরিবারের সদস্যদের জন্য গেটের বাইরে সব সময়ে তিনি উপস্থিত থাকেন। যেন তাঁদের বাড়ির পোমেরেনিয়ান কুকুর।’’
আরও পড়ুন-‘প্রাক্তন শিক্ষিকা’ মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্মাননা ভবানীপুর মডার্ন স্কুলের, আপ্লুত মুখ্যমন্ত্রী
রাজনৈতিক মহলে এই নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। শামানুর বলতে কংগ্রেসের প্রবীণ নেতা শামানুর শিবশঙ্করাপ্পার পরিবারের কথা তিনি বলতে চেয়েছেন। দাভানগেরে জেলায় শিবশঙ্করাপ্পার প্রতিপত্তি ও প্রভাব ভালোই। তাঁর ছেলে এসএস মল্লিকার্জুন সিদ্দারামাইয়া সরকারের মন্ত্রী। পুত্রবধূ প্রভা মল্লিকার্জুন সংসদ। স্বাভাবিকভাবেই এই মন্তব্য প্রকাশ্যে আসতেই হরিশের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। পরে এসপি উমা প্রশান্ত একটি অভিযোগ দায়ের করেন, যার ফলে বিধায়কের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ধারা ১৩২, ৩৫১(২) এবং ৭৯ এর অধীনে মামলা দায়ের করা হয়।
আরও পড়ুন-বর্ধমানে প্রয়াত অধ্যাপকের স্ত্রী-মেয়ের পচাগলা দেহ উদ্ধার
এর আগেও মহিলা পুলিশ কর্তা বা আমলাদের বিরুদ্ধে কটূক্তি করেছেন কর্নাটকের বিজেপির নেতা-মন্ত্রীরা। গত জুলাইয়ে বিজেপি নেতা এন রবি কুমার রাজ্য সরকারের মুখ্যসচিব শালিনী রাজনীশের উদ্দেশে অশালীন মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন। বিজেপির একটি প্রতিনিধিদল মুখ্যসচিবের কাছে স্মারকলিপি জমা দিতে গিয়ে তাঁকে না পেয়ে রবি বলেছিলেন, ‘’সারাদিন তিনি মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার কাজ করেন আর রাতে সরকারের কাজ।’’ শুধু তাই নয়, কল্পুরগি জেলার ডেপুটি কমিশনার ফওজিয়া তারান্নুমকে পাকিস্তানি বলে দাগিয়ে দিয়েছিলেন রবি।