লন্ডন, ২৩ জুন : এজবাস্টনে অ্যাসেজের প্রথম টেস্টে ধারাভাষ্যকারের ভূমিকায় ছিলেন রিকি পন্টিং। ব্রেন্ডন ম্যাকালাম যথারীতি ইংল্যান্ডের ড্রেসিংরুমের বারান্দায়। পন্টিং যা বলছেন, তাতে ম্যাকালামের জায়গায় থাকতে পারতেন তিনি নিজে! ম্যাকালামের আগে তাঁকেই ইংল্যান্ড টেস্ট দলের কোচের প্রস্তাব দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ককে।
আরও পড়ুন-সায়নী ঘোষকে কুরুচিকর মন্তব্য, গ্রেফতার বিজেপি প্রার্থী
গেরিলা ক্রিকেট পডকাস্টে পন্টিং বলেছেন, ‘‘ব্রেন্ডন ইংল্যান্ডের দায়িত্ব নেওয়ার আগে আমাকে প্রস্তাব দেওয়া হয়েছিল। রবার্ট কি (ইংল্যান্ডের পুরুষ ক্রিকেট দলের ডিরেক্টর) নতুন দায়িত্ব নেওয়ার পর তার কাছ থেকে কয়েকটি ফোন কল পেয়েছিলাম।’’
প্রস্তাব পেয়েও কেন দায়িত্ব নিলেন না? তারও ব্যাখ্যা দিয়েছেন আইপিএলে দিল্লি ক্যাপিটালসের কোচিংয়ের দায়িত্বে থাকা পন্টিং। বলেছেন, ‘‘জীবনের যে পর্যায়ে আছি তাতে পূর্ণ সময়ের জন্য আন্তর্জাতিক কোচিংয়ের চাকরি নেওয়ার জন্য আমি প্রস্তুত নই। অনেক বেশি ঘুরতে হয়, ছেলেমেয়েরা অনেক ছোট, তাতে ওদের থেকে বেশি দূরে থাকতে চাই না। যখন সন্তানদের স্কুলে যাওয়ার মতো বয়স থাকে, তখন ওদের কাছে থাকা এবং পরিবারকে বেশি সময় দেওয়াটা জরুরি।’’
আরও পড়ুন-রিমঝিমের খাতা ছাপা হবে ফিজিক্স বইতে
প্রাক্তন অস্ট্রেলীয় অধিনায়ক আরও বলেছেন, ‘‘শুনছি, ইংল্যান্ড নাকি ম্যাচের ফলাফল নিয়ে বিশেষ ভাবে না। আমি এটি বিশ্বাস করি না। এটা অ্যাসেজ। এবারের অ্যাসেজ অধিনায়ক হিসেবে বেন স্টোকসের কেরিয়ারে সব থেকে বড় চ্যালেঞ্জ।’’