প্রয়াত বাংলা ছবির জনপ্রিয় অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়

সোমবার সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলা ছবির জনপ্রিয় অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়

Must read

সোমবার সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলা ছবির জনপ্রিয় অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায় (Joy Banerjee)। বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। কিছুদিন আগে শ্বাসকষ্ট জনিত সমস্যা হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬২। অভিনয় ছাড়াও রাজনীতির ময়দানেও পা রেখেছিলেন তিনি। তিনি তৃণমূল কাউন্সিলার অনন্যা বন্দ্যোপাধ্যয়ের প্রাক্তন স্বামী ছিলেন।

প্রথম থেকেই বিনোদন জগতের প্রতি টান ছিল তাঁর। অপরূপা ছবি থেকে অভিনেতা হিসেবে কেরিয়ার শুরু করেন তিনি। বিপরীতে নায়িকা ছিলেন দেবশ্রী রায়। ইন্ডাস্ট্রিতে বেশ জনপ্রিয় ছিলেন জয়। পরিচালক নবেন্দু চট্টোপাধ্যায়ের চপার ছবির পর ভূয়সী প্রশংসা পান জয় বন্দ্যোপাধ্যায়। এরপরেই নয়ের দশকে পরিচালক অঞ্জন চৌধুরীর হীরক জয়ন্তী ছবি বক্স অফিসে তাঁকে বিপুল সাফল্য এনে দেয়। টলিপাড়ায় চুমকি ও জয়ের প্রেমগুঞ্জনও শোনা গিয়েছিল সেই সময়ে। তবে বেশ কিছুদিন হল অভিনয় থেকে দূরেই ছিলেন তিনি। ২০১৪ ও ২০১৯ বীরভূম ও উলুবেড়িয়া লোকসভায় বিজেপির প্রার্থী ছিলেন জয়। কিন্তু ২০২১ সালের নভেম্বরে, তিনি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে দিয়েছিলেন তিনি আর বিজেপির প্রতিনিধিত্ব করবেন না।

Latest article